জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার দুপুরে পানাগড়ের দার্জিলিং মোড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই বাসের চালক ও বাস কর্মীরা। একে অপরের বিরুদ্ধে যাত্রী তুলে নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যাত্রী তোলার জন্য রাস্তায় রেষারেষি করে পানাগড়ের দার্জিলিং মোড়ে বাস স্ট্যান্ডে বাস ঢোকার পর রাস্তা জাম করে দুই বাসের চালকের মধ্যে শুরু হয় হাতাহাতি। যাত্রীদের অভিযোগ একদিকে যাত্রীদের জীবন নিয়ে রোজ যাত্রীবাহী বাসের রেষারেষি চলে। তার ওপর বাস স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে বাসে যাত্রী রেখে চলে দুই বাসের কর্মীদের হাতাহাতি।
advertisement
আরও পড়ুন: মেলার ঠান্ডাই ও ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০! বসিরহাটে চাঞ্চল্য
এটা নিত্যদিনের ঘটনা পানাগড় বাজারে, এমনটাই অভিযোগ বাসযাত্রী এবং স্থানীয়দের। এদিন দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পানাগড়ের দার্জিলিং মোড়ে। ব্যাহত হয় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল।দীর্ঘক্ষণ ধরে হাতাহাতি চলার পর অবশেষে বাসের যাত্রীরা ঘটনার কথা কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের জানান। আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না ঘটে, পুলিশ তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।
Nayan Ghosh