TRENDING:

Panagarh News : কে কার যাত্রী তুলবে? রাস্তার মাঝে একী করলেন বাসের কর্মীরা! জানলে অবাক হবেন

Last Updated:

Panagarh News: এবার সেই রেষারেষি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুটি যাত্রীবাহী বাসের কর্মীরা। তারপর যা হল ভাবতেও পারবেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : জাতীয় সড়কের ওপর রেষারেষি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোন বাস আগে যাত্রী তুলবে, তা নিয়ে পানাগড় বাজার, পানাগর এর ওপর জাতীয় সড়ক এবং পানাগর মোড়গ্রাম রাজ্য সড়কে প্রতিনিয়ত এই রেষারেষি লেগে থাকে। প্রাণ হাতে নিয়ে বাসগুলিতে যাতায়াত করতে হয় যাত্রীদের। তবে এবার সেই রেষারেষি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুটি যাত্রীবাহী বাসের কর্মীরা। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন দুটি বাসের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে যাত্রীরা কাঁকসা থানায় খবর দেন। অন্যদিকে দুটি বাসের কর্মীদের হাতাহাতির জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়েছে পানাগড়ে।
advertisement

জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার দুপুরে পানাগড়ের দার্জিলিং মোড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই বাসের চালক ও বাস কর্মীরা। একে অপরের বিরুদ্ধে যাত্রী তুলে নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যাত্রী তোলার জন্য রাস্তায় রেষারেষি করে পানাগড়ের দার্জিলিং মোড়ে বাস স্ট্যান্ডে বাস ঢোকার পর রাস্তা জাম করে দুই বাসের চালকের মধ্যে শুরু হয় হাতাহাতি। যাত্রীদের অভিযোগ একদিকে যাত্রীদের জীবন নিয়ে রোজ যাত্রীবাহী বাসের রেষারেষি চলে। তার ওপর বাস স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে বাসে যাত্রী রেখে চলে দুই বাসের কর্মীদের হাতাহাতি।

advertisement

আরও পড়ুনমেলার ঠান্ডাই ও ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০! বসিরহাটে চাঞ্চল্য

এটা নিত্যদিনের ঘটনা পানাগড় বাজারে, এমনটাই অভিযোগ বাসযাত্রী এবং স্থানীয়দের। এদিন দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পানাগড়ের দার্জিলিং মোড়ে। ব্যাহত হয় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল।দীর্ঘক্ষণ ধরে হাতাহাতি চলার পর অবশেষে বাসের যাত্রীরা ঘটনার কথা কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের জানান। আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না ঘটে, পুলিশ তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panagarh News : কে কার যাত্রী তুলবে? রাস্তার মাঝে একী করলেন বাসের কর্মীরা! জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল