North 24 Parganas News: মেলার ঠান্ডাই ও ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০! বসিরহাটে চাঞ্চল্য
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: এই গরমে ভয়াবহ অবস্থা বসিরহাটে! জানুন
বসিরহাটঃ মেলার ঠান্ডাই ও ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০, গ্রামে মেডিকেল টিম। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের ধুতুরদহ গ্রামে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠান উপলক্ষে গ্রামে মেলা বসেছিল। সেখানে বিভিন্ন দোকানীরা ফুচকা, বরফের সঙ্গে শরবত বিক্রি করছিল। আর সেইগুলো মেলায় আসা শিশু মহিলা পুরুষরা খেয়ে পায়খানা বমি, মাথার যন্ত্রণা, ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন।
গ্রামে প্রায় শতাধিক আক্রান্ত তার মধ্যে তার মধ্যে প্রায় ৫০ জনকে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের পায়খানা, বমি, মাথার যন্ত্রণা, জ্বর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানাচ্ছেন, ডায়রিয়া আক্রান্ত হয়েছে এই সব রোগীরা। তবে ভয়ের কোন কারণ নেই।
আরও পড়ুন: ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’ তথ্যচিত্রে ফুটে উঠবে দেশের ঐতিহ্য, কখন ও কোথায় দেখবেন
advertisement
advertisement
ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসার পাশাপাশি গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়েছে। মিনাখাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভ বাগচী বলেন, 'চিকিৎসা চলছে ভয় পাওয়ার কারণ নেই আমরা গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করছি।'
Julfikar Molla
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 9:33 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মেলার ঠান্ডাই ও ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০! বসিরহাটে চাঞ্চল্য