Dharohar Bharat Ki, Punruthaan Ki Kahaani: ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’ তথ্যচিত্রে ফুটে উঠবে দেশের ঐতিহ্য, কখন ও কোথায় দেখবেন

Last Updated:

Dharohar Bharat Ki, Punruthaan Ki Kahaani: আসছে নতুন শো ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’। এই তথ্যচিত্র দু’ভাগে বিভক্ত। দৃশ্যত আকর্ষণীয় আখ্যানের মধ্যে দিয়ে এই দেশের সাংস্কৃতিক পথচলা এবং পুনরুজ্জীবনের গল্প বলবে।

‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’।
‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’।
নয়াদিল্লি: আজ ভারত যেখানে দাঁড়িয়ে, যে পথ অতিক্রম করে এসেছে এই দেশ, যে শক্তি ধারণ করে রয়েছে, তার বীজ রয়েছে আমাদেরই সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং জাতীয় নীতির জ্ঞানের মধ্যে। আর সেই যাত্রার সাক্ষী থাকতে দূরদর্শনের নয়া উদ্যোগ। অতীতে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে তারা। দৃশ্যত আকর্ষণীয় আখ্যানের মধ্যে দিয়ে এই দেশের সাংস্কৃতিক পথচলা এবং পুনরুজ্জীবনের গল্প বলবে।
আসছে নতুন শো ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’। এই তথ্যচিত্র দু’ভাগে বিভক্ত। আগামী ১৪ এপ্রিল ‘জিও সিনেমা’-তে দেখা যাবে রাত ৮টায়। এই যাত্রার সঙ্গী হবেন জনপ্রিয় সঞ্চালক কামিয়া জানি।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই তথ্যচিত্র নিজের বক্তব্য পেশ করতে দেখা যাবে। ট্রেলারে তাঁর গলায় শোনা গিয়েছে, ‘আমাদের সৈন্যরা তাঁদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আমাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য নিজেদের প্রতিটি সত্তাকে উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ শুধু কথায় মাপা যায় না। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এঁদের কাহিনি আবার জীবিত করতে হবে।’
advertisement
আমাদের সাংস্কৃতিক ঐক্য ও গর্বের চেতনা, চিন্তার এই পুনরুজ্জীবনের জন্য গত কয়েক বছরে ভারত যে বিশাল অগ্রগতি করেছে, তা তুলে ধরবে এই তথ্যচিত্র। দেশে এমন কিছু স্থান রয়েছে, যা দেশের ঐতিহ্যকে তুলে ধরে। সেগুলির নিরাপত্তা, সংরক্ষণ প্রয়োজন। যেমন, জালিয়ানওয়ালাবাগ। এই স্থানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এর পবিত্রতা নিয়েও ভাবনাচিন্তা করা, রাম জন্মভূমি, কাশী বিশ্বনাথ ধামের মতো আমাদের সভ্যতার কেন্দ্রগুলিকে পুনরুজ্জীবিত করা, সোমনাথ ধাম এবং কেদারনাথ ধাম, করতারপুর সাহিবের মতো আধ্যাত্মিক স্থানগুলির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেলুলার জেলের মতো স্থানে দেশের মুক্তিযোদ্ধাদের জীবনের উদযাপন করা, ইন্ডিয়া গেট ক্যানোপিতে গ্র্যান্ড নেতাজি মূর্তিকে শ্রদ্ধা জানানো, দেশপ্রেমিকদের অবদানকে সম্মান জানানো, ওয়ার মেমোরিয়াল হলের মতো কিছু জায়গাও তথ্যচিত্রে দেখানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dharohar Bharat Ki, Punruthaan Ki Kahaani: ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’ তথ্যচিত্রে ফুটে উঠবে দেশের ঐতিহ্য, কখন ও কোথায় দেখবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement