Tops Kerala Exam: ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হলেন বৃদ্ধা

Last Updated:

কমলাক্কানির নাতি বলেন, ‘‘সামনের মাসেই ঠাকুমা ১০৯ বছর পূর্ণ করবে৷ অনেক দিন থেকেই দেখছি ঠাকুরমার লেখাপড়ার দিকে খুব ঝোঁক৷ খুব শেখার ইচ্ছে৷ এর আগে কিছুদূর পড়াশোনা করেছিলেন তামিলনাড়ুতে৷ এখানে ফের সম্পূর্ণম শাস্ত্র প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেন৷ এখন তো সবচেয়ে বেশি নম্বর পেয়ে সরকারের কাছে সম্মান স্মারকও পেয়েছেন উনি৷’’

কেরল: নাম কমলাক্কানি৷ বয়স, আনুমানিক ১০৮ বছর৷ জন্ম, ১৯১৫ সাল৷ পেশা ছোট এলাচের খেতের শ্রমিক৷ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ১০০ -র মধ্যে ৯৭৷ পড়াশোনা আজকালকার প্রজন্মের অনেকাংশের কাছেই এখন জলভাতের মতো৷ নামী স্কুল, ততোধিক দামী বই, খাতা, ইউনিফর্ম৷ এই প্রজেক্ট, সেই প্রজেক্টে মুড়ি মুড়কির মতো টাকা খরচ৷ তা সত্ত্বেও পড়াশোনা করার, শেখার ইচ্ছেটা চোখে পড়ে হাতে গোনা মানুষের মধ্যে৷ বেশিরভাগেরই দৌড় ওই নম্বর আর কেরিয়ারের দিকে৷ কিন্তু, জীবনের প্রায় শেষ সীমায় দাঁড়িয়ে কমলাক্কানিরা আর কিছুই চাননা৷ চান শুধু শিখতে৷ লেখাপড়া শিখতে৷
জ্ঞান হওয়া ইস্তকই ছোট এলাচের খেতে কাজ করা শুরু৷ তামিলনাড়ুর ঠেনি জেলায় আদি বাস হলে, পরবর্তীকালে কমলাক্কেনির পরিবার চলে আসে কেরলের বন্দনমেদুতে৷
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই..
বেশ কিছুদিন হল কেরল সরকারের সম্পূর্ণম শাস্ত্র সাক্ষরতা প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করেছিলেন কমলা৷ এই প্রকল্পের মাধ্যমে প্রবীণ ব্যক্তিদের যত্ন সহকারে লেখাপড়া সেখানোর বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে সে রাজ্যের সরকার৷ অদম্য ইচ্ছা, অধ্যবসায় এবং পরিশ্রম করে বর্তমানে তামিল এবং মালায়লাম দুই ভাষাতেই সমান দক্ষ হয়ে উঠেছেন কমলা৷ স্বাক্ষরতা প্রকল্পের পরীক্ষায় ১০০ র মধ্যে ৯৭ নম্বর পেয়েছেন তিনি৷ তাঁকে দেখে অনুপ্রাণিত প্রকল্পের বাকি প্রবীণ সদস্যেরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: গরমে এখন শুধুই 'ছুটি ছুটি' নয়! বিদেশি ধাঁচে থেকে এ রাজ্যেও চালু হতে চলেছে ‘সামার ক্যাম্প’
কমলাক্কানির নাতি বলেন, ‘‘সামনের মাসেই ঠাকুমা ১০৯ বছর পূর্ণ করবে৷ অনেক দিন থেকেই দেখছি ঠাকুরমার লেখাপড়ার দিকে খুব ঝোঁক৷ খুব শেখার ইচ্ছে৷ এর আগে কিছুদূর পড়াশোনা করেছিলেন তামিলনাড়ুতে৷ এখানে ফের সম্পূর্ণম শাস্ত্র প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেন৷ এখন তো সবচেয়ে বেশি নম্বর পেয়ে সরকারের কাছে সম্মান স্মারকও পেয়েছেন উনি৷’’
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Tops Kerala Exam: ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হলেন বৃদ্ধা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement