আরও পড়ুন: সংস্কারের অভাবে হারিয়ে যাওয়ার মুখে জলপাইগুড়ির শিশু উদ্যান
স্বশক্ত, সমৃদ্ধ ভারতের পথ চলা থেকে যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারে তার জন্য এই প্রদর্শনীর আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আগামী দিনে বিশ্বের দরবারে শক্তিশালী, সমৃদ্ধ দেশ হিসেবে ভারতবর্ষকে তুলে ধরার জন্য কী কী পদক্ষেপ করতে হবে তার একটা রূপরেখাও এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।
advertisement
নেহেরু যুব কেন্দ্র সহ বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দুর্গাপুরের বিধাননগর সংলগ্ন বেসরকারি কলেজে। সেখানে পড়ুয়াদের অংশগ্রহণ এবং উপস্থিতি চোখে পড়ার মত। পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী আয়োজিত হয়। বুধবার ছিল যার শেষ দিন। প্রদর্শনীতে হাজির হয়েছিলেন দুর্গাপুর-বর্ধমানের সাংসদ এস এস আলুওয়ালিয়া। তিনি স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ভারতের ধীরে ধীরে উন্নতির পদক্ষেপগুলি তুলে ধরেন। একইসঙ্গে যেভাবে সাজিয়ে গুছিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তারও প্রশংসা করেন।
নয়ন ঘোষ