Jalpaiguri News: সংস্কারের অভাবে হারিয়ে যাওয়ার মুখে জলপাইগুড়ির শিশু উদ্যান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ির শিশুদের খেলার জনপ্রিয় জায়গা ছিল এই শিশু উদ্যানটি। কিন্তু এখন তা ভগ্ন অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার হয়নি বলেই এমন অবস্থা, দাবি স্থানীয়দের।
জলপাইগুড়ি: যত্নের অভাবে ক্রমশ ধুলোয় ঢাকছে জলপাইগুড়ি শিশু উদ্যান। সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থা। ফলে শহরের শিশুদের খেলাধুলোর এই জনপ্রিয় জায়গাটির ভবিষ্যৎ ক্রমশই অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছে। এতে শিশুদের বিকাশেরও যে ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: বালুরঘাট মহিলা থানার নতুন পথচলা শুরু
এক সময় জলপাইগুড়ির শিশুদের খেলার জনপ্রিয় জায়গা ছিল এই শিশু উদ্যানটি। কিন্তু এখন তা ভগ্ন অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার হয়নি বলেই এমন অবস্থা, দাবি স্থানীয়দের। তাঁরা দ্রুত এই শিশু উদ্যান বা চিলড্রেন্স পার্কটি সারানোর দাবি তুলেছেন। জলপাইগুড়ি পুরসভা এই শিশু উদ্যানের চারিদিকে বাউনডারি ওয়াল সহ একটি ঘর ও শিশুদের জন্য দোলনা, স্লিপ, জিরাফ সহ নানান কিছু লাগিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
advertisement
এই শিশু উদ্যানটি জলপাইগুড়ি শহরের খ্যাতনামা প্রাচীন ক্লাব জেওয়াইএমএ-র জমির উপর গড়ে উঠেছে। এই ক্লাবের সদস্যদেরও দাবি, শীঘ্রই শিশু উদ্যানটির সংস্কার করা হোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশু উদ্যানের সংস্কার না হওয়ায় সেখানে ছোট ছোট বাচ্চা ও তাদের অভিভাবকদের যাতায়াত কমেছে। ফলে এটি একপ্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর সেই সুযোগেই ধীরে ধীরে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হচ্ছে জায়গাটি। এলাকার সুস্থ পরিবেশের স্বার্থে এবং শিশুদের বিকাশের জন্য দ্রুত এই পার্কটি সারানো দরকার বলে দাবি তোলা হয়েছে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 7:17 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সংস্কারের অভাবে হারিয়ে যাওয়ার মুখে জলপাইগুড়ির শিশু উদ্যান