কিন্তু এই বাসের ভাড়া কত হবে? কোন রাস্তা দিয়েই বা যাবে বাসটি? কোথায় কোথায় থামবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। জানা গিয়েছে, এসবিএসটিসির এই বাসটি আসানসোল থেকে শিলিগুড়ির মধ্যে যাতায়াত করবে। আসানসোল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বাসটি রাণীগঞ্জ পাঞ্জাবী মোড় হয়ে দুর্গাপুর সিটি সেন্টার পৌঁছবে।
তারপর সেখান থেকে সিউড়ি, রামপুরহাট, নলহাটি, ওমরপুর হয়ে পৌছবে ফারাক্কা। তারপর সেখান থেকে মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে পৌঁছে যাবে গন্তব্যস্থল শিলিগুড়িতে। আবার একইভাবে শিলিগুড়ি থেকে একই রাস্তা ধরে বাসটি আসানসোলে পৌঁছবে।
advertisement
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রের খবর, প্রত্যেকদিন এই বাসটি আসানসোল থেকে ছাড়বে বিকেল ৩টে বেজে ৫০ মিনিট নাগাদ। তারপর পৌঁছবে দুর্গাপুর সিটি সেন্টার। সেখানে কিছুক্ষণ বিরতি নিয়ে বিকেল ৫:১৫ মিনিট নাগাদ রওনা দেবে শিলিগুড়ির উদ্দেশ্যে।
অন্যদিকে বাসটি শিলিগুড়ি থেকে আসানসোলের উদ্দেশ্যে ছাড়বে বিকেলের দিকেই। বিকাল চারটে নাগাদ বাসটি ছাড়বে শিলিগুড়ি থেকে।
যদিও এই বাসটির ভাড়া কত হতে পারে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে একটি সম্ভাব্য ভাড়ার তালিকা পাওয়া গিয়েছে। জেনে নেওয়া যাক এসবিএসটিসির আসানসোল শিলিগুড়ি ডিলাক্স বাসের সেই সম্ভাব্য ভাড়া সম্পর্কেও।
সম্ভাব্য ভাড়া আসানসোল থেকে শিলিগুড়ি – ৪৩২ টাকা, আসানসোল থেকে ইসলামপুর – ৩৭৫ টাকা, আসানসোল থেকে রায়গঞ্জ – ২৯৬ টাকা, , আসানসোল থেকে মালদহ – ২৩৯ টাকা, দুর্গাপুর থেকে শিলিগুড়ি – ৪০২ টাকা, দুর্গাপুর থেকে ইসলামপুর – ৩৪৫ টাকা, দুর্গাপুর থেকে রায়গঞ্জ – ২৬৭ টাকা, দুর্গাপুর থেকে মালদহ – ২১০ টাকা।
আরও পড়ুন, ‘ও একটা বিগ জিরো…’, নাম না করে অভিষেককে তীব্র নিশানা শুভেন্দু অধিকারীর
আরও পড়ুন, কাজ হল না চিঠিতে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে রাজ্যের উদাসীনতাকেই দায়ী করল কেন্দ্র
এই বছর সিট বুকিং করতে অথবা বিস্তারিত তথ্য পেতে নিচের ফোন নম্বর গুলিতে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ – 76999 93919 (আসানসোল ডিপো), 8328730456 (আসানসোল বাসস্ট্যান্ড) 76999 93948 (দুর্গাপুর সিটি বাস টার্মিনাস) দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাসে দুদিকে দুটো করে যাত্রীদের আসন থাকবে। যা হবে আরামদায়ক পুসব্যাক আসন।
পাশাপাশি প্রত্যেকটি সিটে থাকবে ফ্যান এবং মোবাইল চার্জিং সকেট। যাত্রীদের যাতে দীর্ঘ পথে যাত্রা করতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে বিশেষ ভাবে নজর দিয়েছে এসবিএসটিসি পাশাপাশি ট্রেনের অপেক্ষায় যাতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা বাতিল করতে না হয়। তার জন্য সুযোগ এনে দেওয়া হয়েছে।
নয়ন ঘোষ