কাজ হল না চিঠিতে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে রাজ্যের উদাসীনতাকেই দায়ী করল কেন্দ্র
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
চুক্তি করেও অমান্য করার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে।
কলকাতা: জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বরাদ্দ নিয়ে দায় চাপল রাজ্যের ঘাড়েই। চুক্তি করেও অমান্য করার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে টাকা না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। বরাদ্দ বন্ধে রাজ্যের উদাসীনতাকেই দায়ী করল কেন্দ্র।কেন্দ্রীয় তথ্য মন্ত্রকের তরফে কড়া ভাষায় বিবৃতি জারি।
জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা বন্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, “এটা খুব দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দিষ্ট রং না করার জন্য টাকা ছাড়বে না। যদিও অন্যান্য শর্ত পূরণ করা হয়েছে। এই টাকা আটকে রাখা সাধারণ মানুষকে বঞ্চনা দেওয়ার সমান।”
প্রধানমন্ত্রীকে চিঠিতে এভাবেই নিজের বক্তব্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা অবিলম্বে ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে।
advertisement
advertisement
প্রধানমন্ত্রীকে চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, “জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্য সরকার একাধিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছে। এখনও পর্যন্ত ১১ হাজার স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে এই প্রকল্পের অধীনে। ২০১১ সালের পর থেকে রাজ্য সরকারের যে রঙই ব্রান্ডিং করে রেখেছে, সেই রঙই দেওয়া হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 11:01 PM IST