আরও পড়ুনঃ মাত্র ২০ টাকায় কমবে গ্যাস থেকে মাইগ্রেন! শুধু প্রতিদিন পাতে রাখুন এই মুশকিলাসান
দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়া যাওয়ার পথে কিলোমিটার দুয়েকের মধ্যেই রয়েছে এই নতুন রেস্টুরেন্টটি। এই জায়গায় আপনি শুধুমাত্র দক্ষিণ ভারতের নানা খাবার পাবেন। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবসময়য়ের জন্যই বিভিন্ন স্বাদের ধোসা, ইডলি রয়েছে তাঁদের কাছে। আর দাম নিয়েও চিন্তার খুব বিশেষ কিছু নেই। কারণ দামও রয়েছে সাধারণের নাগালের মধ্যে।
advertisement
তবে, এই রেস্টুরেন্টের মহীশূর ধোসা সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ মশলা দিয়ে তৈরি এই ধোসা খেতে বারবার আসছেন মানুষ। মহীশূরধোসার দাম রাখা হয়েছে ১৮০ টাকা। তবে, ১২০ টাকা থেকেই এখানে ধোসার দাম শুরু হচ্ছে। সঙ্গে রয়েছে আনলিমিটেড সাম্বার এবং চাটনি। তবে আপনি যদি কাস্টমাইজ ধোসা খেতে চান, তাহলে সেই দাম আপনাকে আলাদাভাবে দিতে হবে।
রেস্টুরেন্টের এক্সিকিউটিভ সেফ জানিয়েছেন, ভোজন প্রিয় মানুষের মুখে সেরা স্বাদ তুলে দিতে তাঁরা প্রস্তুত। গ্রাহকরা যাতে নিজেদের পছন্দ মত স্বাদ পান, সেদিকে সবসময় নজর রাখছেন সংস্থার কর্মী এবং রাঁধুনীরা। তাই আপনিও যদি দুর্গাপুরে বসে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসুন এই রেস্টুরেন্ট থেকে।
নয়ন ঘোষ