উল্লেখ্য, আসানসোল পুরসভার যারা মেয়র পারিষদ শপথ নিয়েছেন তারা হলেন দিব্যেন্দু ভগত, ইন্দ্রাণী মিশ্র, মানস দাস, গুরুদাস চ্যাটার্জি, সুব্রত অধিকারী। এই পাঁচজনের নাম ঘোষনা করেন মেয়র। নবনির্বাচিত মেয়র পারিষদদের ও শপথবাক্য পাঠ করান মেয়র বিধান উপাধ্যায়। শপথ গ্রহণের পর নবনিযুক্ত এম.এম.আইসিদের নিয়ে মেয়র বিধান উপাধ্যায় একটি বিশেষ বৈঠক করেন। সেই বৈঠকে মেয়র ছাড়াও পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং পুরসভার দুই ডেপুটি মেয়র অভিজিত ঘটক ও ওয়াসিমুল হক উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: বিয়ের পর থেকেই চরম অশান্তি, শ্বশুরবাড়িতে যে কাণ্ড ঘটালেন জামাই, দিশেহারা সকলেই...
সূত্রের খবর, নবনির্বাচিত মেয়র পারিষদদের নিয়ে এই বৈঠকে আসানসোল পুরসভার কাজের অগ্রগতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। শপথ গ্রহণের পরে নবনির্বাচিত সদস্যরা জানিয়েছেন মেয়র এর নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তর তারা সফল ভাবে চালিয়ে নিয়ে যাবে আসানসোলবাসি যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে তারা খেয়াল রাখবেন। পাশাপাশি মানুষের অভাব-অভিযোগের দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্য নিয়েছেন তারা।
যদিও মাত্র পাঁচজন মেয়র পারিষদের শপথ গ্রহণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল বিরোধী শিবির। পুরসভার বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানকে রীতিমত কটাক্ষ করেছেন। আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলেছেন, এতদিন আলমারি, ফ্রিজ এই সমস্ত জিনিস আমরা ইস্টলমেন্টে কিনতাম। এখন আসানসোলের মানুষ ইস্টলমেন্টে মেয়র পারিষদ পাচ্ছেন। এই কটাক্ষের জবাবে, এবার আসানসোলের মানুষ আরও ভাল পরিষেবা পাবেন বলে দাবি করেছেন নবনির্বাচিত মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি।