TRENDING:

Netaji Jayanti 2023: শরীরে পাটের বস্তা! নেতাজি ভক্ত ৭৬ বছরের এই বৃদ্ধ অবাক করছেন সকলকে

Last Updated:

Netaji Jayanti 2023: করণ সিং চৌধুরী জানিয়েছেন, তাঁরও জন্ম ২৩ জানুয়ারি। তিনি একনিষ্ঠ নেতাজী ভক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: বয়স ৭৬ বছর। সুদূর রাজস্থান থেকে বাংলায় এসে পা রেখেছেন। নেতাজির জন্মদিন পালনের জন্য। করণ সিং চৌধুরী জানিয়েছেন, তাঁরও জন্ম ২৩ জানুয়ারি। তিনি একনিষ্ঠ নেতাজী ভক্ত। নেতাজীর সম্মানে আজও তিনি অন্যরকম জীবন যাপন করেন। বিশেষ করে তাঁর পোশাক নজর কাড়বে পথ চলতি যে কোনও মানুষের।
advertisement

পাটের বস্তা দিয়ে পোশাক বানিয়ে তিনি পরিধান করেন। আর সেই পোশাক নিজেই তৈরি করেন হাতে সেলাই করে। একমাস পর পর নিজের জন্য নতুন পোশাক তৈরি করেন তিনি। তেমনি পোশাক পরে তিনি হাজির হয়েছেন আসানসোলে। করন সিং চৌধুরী জানিয়েছেন, নেতাজির প্রতি ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে তাঁরা একজোট হয়েছিলেন। তখন থেকেই এই বিশেষ ধরনের পোশাক পরিধান করা শুরু করেন তারা। যে রীতি আজও চলে আসছে।

advertisement

করণ সিং চৌধুরী আরও জানিয়েছেন, তিনি এখনও বিশ্বাস করেন নেতাজি বেঁচে আছেন। তিনি অমর। তাই তাঁর জন্মদিন পালনের জন্য তিনি শুধু রাজস্থান থেকে এসে পা রেখেছেন বঙ্গে। আসানসোলের রবীন্দ্র ভবনে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে।

View More

প্রসঙ্গত করণ সিং চৌধুরী, নিজেকে একজন যোগী হিসেবে দাবি করেছেন। দেখিয়েছেন নানা রকম শারীরিক কসরত। ৭৬ বছর বয়সে এসেও তিনি সে যথেষ্ট ফিট, তা বুঝিয়ে দিয়েছেন এই কসরতের মাধ্যমে।

advertisement

আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত

অন্যদিকে তিনি যে একনিষ্ঠ নেতাজি ভক্ত, তা বোঝা গিয়েছে তার বার্তালাপে। তার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু ঈশ্বর সমান বলে জানিয়েছেন তিনি। আর তাই নেতাজির জন্মদিন পালনে বাংলায় এসে পৌঁছেছেন করন সিং চৌধুরী। পরনে সেই পাটের বস্তার পোশাক। যা দেখে করণ সিং চৌধুরীকেও কুর্ণিশ জানাচ্ছেন সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Netaji Jayanti 2023: শরীরে পাটের বস্তা! নেতাজি ভক্ত ৭৬ বছরের এই বৃদ্ধ অবাক করছেন সকলকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল