Tripura Assembly Election: উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
- Published by:Debalina Datta
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura Assembly Election: ফের কটাক্ষ বাম-কংগ্রেস জোটকে।
#কলকাতা: "উন্নয়নই আসল কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলছে দেশ ও রাজ্য। মানুষ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের উপর আস্থা রেখেছেন। আগামীতে আরও উন্নয়ন হবে। ভারতীয় জনতা পার্টি আরো বেশি সংখ্যক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে।" নিজের বিধানসভা কেন্দ্র টাউন বড়দোয়ালী এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এই আশার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মুখ্য নির্বাচনী কার্যালয়ের। একেবারে দোরগোড়ায় ত্রিপুরা বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভার ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা হবে আগামী ২ মার্চ।
ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে গোটা রাজ্যে। এই পরিস্থিতিতে নিজের বিধানসভা নির্বাচন ক্ষেত্র ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে দিন রাত এক করে বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দলীয় নেতৃত্ব এবং কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রুটিন মাফিক বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। প্রচারের ফাঁকে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন রাজ্য সরকারের প্রায় পাঁচ বছরের সময় কালের উন্নয়নের লিফলেট। সরকারি ছুটির দিনেও ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৫২ এবং ৫৩ নং ওয়ার্ডে প্রচার সারেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এই কর্মসূচির মাঝেই মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমেকে জানান প্রচারে ব্যাপক সাড়া মিলছে। মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থাশীল রয়েছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রয়েছে মানুষের। আগামী দিনে রাজ্যকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভোটারেরা প্রস্তুত রয়েছেন। এক্ষেত্রে উন্নয়ন আসল বিষয়। সময়ের সাথে সঙ্গে রাজ্যের আরও উন্নয়ন হোক সেটাই চাইছেন সকলে।
advertisement
আরও পড়ুন - বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করেছি! আদালতে দাঁড়িয়ে বোমা বলিউডের সুন্দরী নায়িকার, তোলপাড়
এদিন প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির বড়দোয়ালী মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ স্থানীয় নেতৃত্ব। টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরে উপস্থিত কার্যকর্তাদের উদ্দেশ্যে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা করা হয়েছে। মানুষের বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে খেলা করেছে তারা। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ সেই অশুভ শক্তির মিতালীকে সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর এই মিতালী সেই সকল মুখোশধারীদের প্রকৃত চেহারা জনসমক্ষে নিয়ে এসেছে। আসন্ন ভোটে রাজ্যের আমজনতাই এই অশুভ শক্তির বিরুদ্ধে হাতেনাতে জবাব দেবে।
advertisement
ABIR GHOSHAL
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 7:43 AM IST