বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করেছি! আদালতে দাঁড়িয়ে বোমা বলিউডের সুন্দরী নায়িকার, তোলপাড়
- Published by:Debalina Datta
Last Updated:
১৯৭৮ সালে, মুম্বইতে মালা সিনহার বাড়িতে আয়কর অভিযান হয়েছিল। অভিযানে তার বাথরুম থেকে ১২ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার করা হয়। তখনকার দিনে ১২ লক্ষ টাকা ছিল বিশাল অঙ্কের।
advertisement
advertisement
এদিকে তাঁকে তার বাস্তব জীবনে বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেত্রী হিসাবে বিবেচনা করা হত।বলিউড গসিপে তাঁকে নিয়ে প্কচুর কথা হত৷ তাঁর কৃপণতা এতটাই ছিল যে যা খুশি বলতেও তিনি পিছপা হতেন না৷ তাঁর বাড়িতে আয়কর দফতর অভিযান চালিয়েছিল। এই সময় মালা তার টাকা বাঁচাতে মিডিয়া এবং আদালতের সামনে এমন কিছু বলেছিলেন, যা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন ৷
advertisement
আসলে, এই কথা ১৯৭৮ সালের। মালা সিনহা যখন সাফল্যের শীর্ষে। এই সময়ে তাঁর জীবনে এমন একটি সময় এসেছিল যা তাঁর সুখ-শান্তিকে নাড়িয়ে দিয়েছিল। আয়কর দফতর তাঁর বাড়িতে হানা দিয়েছিল৷ সংবাদ মাধ্যমের পুরনো রিপোর্ট অনুযায়ী , ১৯৭৮ সালে, মুম্বইতে মালা সিনহার বাড়িতে আয়কর অভিযান হয়েছিল। অভিযানে তার বাথরুম থেকে ১২ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার করা হয়। তখনকার দিনে ১২ লক্ষ টাকা ছিল বিশাল অঙ্কের।
advertisement
পতিতাবৃত্তি থেকে অর্থ উপার্জন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিষয়টি এতটাই বড় ছিল যে তা আদালত পর্যন্ত পৌঁছেছিল। মালা সিনহা আতঙ্কিত হয়েছিলেন যে তাঁর উপার্জন বাজেয়াপ্ত হতে পারে। তাই আইনজীবী ও তাঁর বাবা অ্যালবার্ট সিনহার নির্দেশে তিনি আদালতে স্বীকারোক্তি দেন যে তিনি বেশ্যাবৃত্তি থেকে এই অর্থ উপার্জন করেছেন।
advertisement
