খুশি বিদ্যালয় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক সকলে। দেশের মধ্যে স্বচ্ছ বিদ্যালয় খুঁজতে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। জেলা স্তর, রাজ্য স্তর পেরিয়ে কেন্দ্রীয় স্তরে সেই তালিকায় নাম উঠেছিল দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের। যদিও দেশের বেশ কয়েকটি বিদ্যালয় সেই তালিকায় রয়েছে। তবে বাছাই করা কয়েকটি স্কুলের মধ্যে থেকে স্বচ্ছ বিদ্যালয়ের তকমা কেড়ে নিয়েছে দুর্গাপুর নেপালি পাড়া হিন্দি হাই স্কুল।
advertisement
আরও পড়ুনঃ স্বাস্থ্যকর খেজুর গুড় তৈরি, গাছের নীচেই জমা হচ্ছে রস
প্রসঙ্গত ২০১৯ সালে নেপালি পাড়া হিন্দি হাই স্কুল পেয়েছিল রাজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন বিদ্যালয়ের তকমা। এবার একই পুরস্কার পাওয়া গেল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকেও। দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী, প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে পুরস্কার হাতে পেয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্যের ২৬টি স্কুল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের দেশব্যাপী স্বচ্ছ বিদ্যালয়ের প্রতিযোগিতায় অংশ নেয়। দেশের ৬০৬ টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
আরও পড়ুনঃ ভোটারদের সচেতন করতে দুর্গাপুরে নির্বাচন কমিশনের বিশেষ পদক্ষেপ
কেন্দ্রীয় বিচারকরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬০৬টি বিদ্যালয়গুলিতে পৌঁছে যান এবং পরিদর্শন করেন। দেশ জুড়ে পরিদর্শন শুরু হয়। তারপর দেশের ৩৯ টি সরকারি এবং বেসরকারি স্কুল প্রথম তালিকায় অংশ নেয়। তার মধ্যে স্বচ্ছতা এবং স্কুল পরিচালনার দিক থেকে দেশের প্রথম স্থান অধিকার করেছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়। তারপর দিল্লি থেকে স্বীকৃতি হিসেবে পুরস্কার হাতে পেলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কলিমুল হক।
Nayan Ghosh