আর এই যানজট দেখে সংসদ যা করেছেন, তা দেখে অবাক হয়ে গিয়েছেন মানুষ। ভাতারে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পথে আটকে পড়ায়, অবশেষে গাড়ি থেকে নেমে নিজেই যানজট হওয়ার কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেন, মাত্র কয়েকজন সিভিক ভলান্টিয়ার রাস্তার উপর দাঁড়িয়ে যানজট মুক্ত করতে প্রায় হিমশিম খাচ্ছেন। অবশেষে সাংসদ নিজেই যানজট মুক্ত করতে রাস্তায় নামেন। যানজটে আটকে পড়া অ্যাম্বুলেন্স গুলিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
advertisement
আরও পড়ুন: সকাল থেকে আগুন ঝরাচ্ছে, বিকেলের পর ফুঁসবে সমুদ্র , আবহাওয়ার তুলকালাম
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন, তাঁরা পূর্ব বর্ধমান জেলার ভাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। সাংসদ-সহ তাঁদেরও গাড়ি যানজটের মধ্যে আটকে পড়ে। তার পরেই তাঁরা লক্ষ্য করেন, সাংসদ নিজেই গাড়ি থেকে বের হয়ে প্রখর রোদের মধ্যে নিজেই যানজট মুক্ত করতে উদ্যোগী হন। কারণ যানজটের মধ্যে আটকে পড়েছিল বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স। সেই কারণেই সাংসদ গাড়ি থেকে নেমে যানজট মুক্ত করার কাজে হাত লাগান।
অন্যদিকে এই বিষয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া জানিয়েছেন, তালিত স্টেশন সংলগ্ন ওই রেল গেটের উপর দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। সেতু নির্মাণ হয়ে গেলে আগামী দিনে যানজটে নাজেহাল হতে হবে না সাধারণ মানুষকে।
Nayan Ghosh