তমলুক সহ সংলগ্ন এলাকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ শতাংশ। এদিন দুপুরের পর ঝড় বৃষ্টির পূর্বাভাস তমলুক সহ সংলগ্ন এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ শতাংশ। জেলার এগরা শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।