TRENDING:

West Bardhaman News: বাজারে মহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে দে দৌড়! ধরা পড়তেই উত্তম মধ্যম পড়ল ছিনতাইবাজের পিঠে

Last Updated:

দরদাম করার দিকে নজর দিয়েছেন সেই সময় হঠাৎ হ্যাচকা টানে হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুট লাগায় এক যুবক। যদিও বেশিদূর পালাতে পারেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: ব্যস্ত বাজারে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এসেছিলেন মহিলা। আর পাঁচ জনের মতোই হাতে ছিল স্মার্টফোন। তিনি যখন দরদাম করার দিকে নজর দিয়েছেন সেই সময় হঠাৎ হ্যাচকা টানে হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুট লাগায় এক যুবক। যদিও বেশিদূর পালাতে পারেনি। বাজারে উপস্থিত ক্রেতা ও দোকানদাররা দৌড়ে ধরে ফেলে ওই যুবককে। তারপর উত্তেজিত জনতার রোষ আছড়ে পড়ে ওই ছিনতাইবাজের উপর। গণপিটুনির শিকার হয় অভিযুক্ত যুবক। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
advertisement

এমনই ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের কাঁকসা হাট। অভিযুক্ত যুবকের কাছে থেকে মোবাইলটি উদ্ধার করে তার আসল মালিক অর্থাৎ ওই মহিলা ক্রেতাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় বাজারের ক্রেতা ও বিক্রেতারা বেশ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ কাঁকসা হাটে ক্রমশই ছিনতাইবাজদের উৎপাত বাড়ছে। ভিড়ের সুযোগ নিয়ে হামেশাই মোবাইল ও মানিব্যাগ চুরি হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ক্যাচ দ্য রেইন, বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করতে হবে সেই কথাই বলে এই নাটক

সাম্প্রতিক কাঁকসা হাটে বেশ কিছু ক্রেতার মোবাইল চুরি গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারপর‌ও এই ঘটনা ঘটায় এলাকার মানুষের ক্ষোভ তুঙ্গে ওঠে। তাঁরা পুলিশকে অনুরোধ করেছেন হাটের নিরাপত্তা যেন আরও জোরদার করা হয়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বাজারে মহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে দে দৌড়! ধরা পড়তেই উত্তম মধ্যম পড়ল ছিনতাইবাজের পিঠে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল