Bankura News: ক্যাচ দ্য রেইন, বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করতে হবে সেই কথাই বলে এই নাটক

Last Updated:

এবারের বিশ্ব জল দিবসে ভারত সরকারের জল মন্ত্রকের ট্যাগলাইন ছিল 'ক্যাচ দ্য রেইন'। সেই বার্তা মাথায় রেখেই এই নাটক মঞ্চস্থ হয়।

+
title=

বাঁকুড়া: জল সংরক্ষণে বার্তা দিয়ে মানুষকে সচেতন করে নাটক আয়োজিত হল শিউলি গড়িয়া গ্রামে। সাংস্কৃতিক সংগঠন ঐকতানের উদ্যোগে এই নাটক মঞ্চস্থ হয়।
এবারের বিশ্ব জল দিবসে ভারত সরকারের জল মন্ত্রকের ট্যাগলাইন ছিল 'ক্যাচ দা রেইন'। সেই বার্তা মাথায় রেখেই এই নাটক মঞ্চস্থ হয়। শুশুনিয়ার ঐকতানের পথনাটকের নাম 'catch the rain'। নাটকে মূলত বৃষ্টির জল সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে। নাটকটি পরিচালনা করেন কৌশিক মণ্ডল। তিনি জানান, ১০ জন অল্পবয়সী কলাকুশলীকে নিয়ে এই নাটক নির্মাণ করা হয়।
advertisement
advertisement
প্রতিবছর গ্রীষ্মকালে পানীয় জলের আকাল দেখা দেয় বাঁকুড়া ও পুরুলিয়াতে। ভৌগোলিক অবস্থান এবং ভৌম জলের স্তর অত্যন্ত নিচে থাকায় জেলার একটা বড় অংশের মানুষ ঠিক করে পানীয় জল পান না। এদিকে রেকর্ড বলছে গত বছর বাঁকুড়ায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বৃষ্টির জল যদি সঠিকভাবে ধরে রাখা যেত তবে বাঁকুড়ার জলের সমস্যা অনেকটাই দূর হয়ে যেত। শুশুনিয়ার ঐকতানের নাটকে এই সংক্রান্ত বার্তাই তুলে ধরা হয়। পরিবেশকে বাঁচাতে এখন গোটা বিশ্বজুড়ে লড়াই চলছে। কিন্তু ভারি ভারি শব্দ বাদ দিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছে এই নাটকের মধ্য দিয়েই বৃষ্টির জল সংরক্ষণের সহজ পদ্ধতিগুলি তুলে ধরা হয়। যাতে বর্ষা নামলেই তাঁরা হাতে-কলমে সেই কাজ করতে পারেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: ক্যাচ দ্য রেইন, বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করতে হবে সেই কথাই বলে এই নাটক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement