Hooghly News: উচ্চমাধ্যমিকের মাঝে তারস্বরে মাইক বাজিয়ে আনন্দে মাতলেন স্কুল শিক্ষকরা!

Last Updated:

স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই পুরস্কার বিতরণ ছাড়াও নাচ-গান ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজিত হয়। সেই অনুষ্ঠানের মাইকের আওয়াজ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে পৌঁছে যায়।

হুগলি: উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তার‌ই মধ্যে তারস্বরে মাইক বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করলেন শিক্ষকরা! গোটা বিষয়টা বেআইনি তো বটেই, তার উপর উচ্চমাধ্যমিকের মত পরীক্ষা চলাকালীন কোন আক্কেলে শিক্ষকরা এমন কাণ্ডকারখানা ঘটালেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে। সব মহল থেকে ধেয়ে এসেছে তীব্র নিন্দার ঝড়।
শিক্ষকদের এই অবিবেচক কাণ্ডকারখানার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের তিরোল পঞ্চায়েতের মইগ্রাম হাইস্কুলে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তারই মধ্যে মাইক বাজানোর মত বিতর্কিত ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই পুরস্কার বিতরণ ছাড়াও নাচ-গান ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজিত হয়। সেই অনুষ্ঠানের মাইকের আওয়াজ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে পৌঁছে যায়। এরফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনসংযোগে রীতিমত ব্যাঘাত ঘটে। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আশেপাশের গ্রামের মানুষ।
advertisement
advertisement
ম‌ইগ্রাম হাইস্কুলের টিচার ইনচার্জ অভিযোগ কার্যত স্বীকার করে নেন। তিনি বলেন, স্কুলের সাংস্কৃতি অনুষ্ঠানের মাইকের আওয়াজ এতো জোরে বাজছিল তা আমরা প্রথমে বুঝতে পারিনি। তাঁর সাফাই, এই অনুষ্ঠানটি ১০ দিন আগে হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পিছিয়ে দিতে হয়। তাই সেটি উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। পরে মাইকের আওয়াজ বন্ধ করে দেওয়াও হয় বলে তিনি দাবি করেন। তবে এতে বিতর্ক থামছে না‌ স্কুলের শিক্ষকরা কী করে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন এমন অবিবেচক কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: উচ্চমাধ্যমিকের মাঝে তারস্বরে মাইক বাজিয়ে আনন্দে মাতলেন স্কুল শিক্ষকরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement