West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
শিল্পপ্রধান পশ্চিম বর্ধমানের আটটি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। এদিন জেলার মোট ৯৮১ টি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর এলেও এই জেলার পরিস্থিতি এখনও পর্যন্ত মোটের উপর নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: হাড়হিম দৃশ্য! ভোট কেন্দ্রে পুলিশের লাঠিচার্জ! ব্যালট বাক্স চুরি! ধুন্ধুমার পটাশপুর
advertisement
জেলার যে আটটি ব্লকে ভোট হচ্ছে সেগুলি হল- অন্ডাল, জামুড়িয়া, দুর্গাপুর-ফরিদপুর, কাঁকসা, পাণ্ডবেশ্বর, সালানপুর, রানিগঞ্জ এবং বারাবনি। কাঁকসা, পাণ্ডবেশ্বরের দিকে নজর আছে রাজনৈতিক মহলের। এই জেলার প্রধান দুই রাজনৈতিক শক্তি তৃণমূল ও বিজেপি হলেও বাম এবং কংগ্রেস’ও ভালোমতোই লড়াইয়ে আছে। বহু আসনে চতুর্মুখী লড়াই হচ্ছে। জেলার প্রতিটি ভোট কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কাউকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না।
বড় অশান্তি না হলেও শনিবার সকাল থেকেই বামেরা জেলার বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ এনেছে। তাঁদের নির্বাচনী এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তবে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর আসেনি। তবে বিকেল পাঁচটা পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে আমরা সর্বক্ষণ নজর রাখছি। সময় সময় আপনাদের আপডেট দেব আমরা।
নয়ন ঘোষ