West Bengal Panchayat Violence: হাড়হিম দৃশ্য! ভোট কেন্দ্রে পুলিশের লাঠিচার্জ! ব্যালট বাক্স চুরি! ধুন্ধুমার পটাশপুর

Last Updated:

West Bengal Panchayat Violence: লাঠিচার্জ করে ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধোরের অভিযোগ পটাশপুর ২ নম্বর ব্লকে।

ধুন্ধুমার পটাশপুর
ধুন্ধুমার পটাশপুর
পটাশপুর: লাঠিচার্জ করে ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধোরের অভিযোগ । পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের রতনপুর বুথে রাতের অন্ধকারে ইলেকট্রিক বন্ধ করে ব্যালট বাক্স চুরির অভিযোগ করছিল বিজেপি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।সেই অভিযোগে সকাল থেকেই ভোট চত্বরে চাপা উত্তেজনা ছিল।
ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ ভোট কেন্দ্রের সামনে থেকে বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ ভোটারদের তাড়িয়ে দেয়। ‌এমনকি বিজেপি প্রার্থীর ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ।
advertisement
advertisement
ভোটের সকালেই রক্তাক্ত বাংলা। মৃতের নিরিখে এখনও সর্বাপেক্ষা উত্তপ্ত মুর্শিদাবাদ। কোচবিহার, মালদহ, উত্তর ২৪ পরগনাও রয়েছে তালিকায়। মুর্শিদাবাদেই খুন হয়েছেন তিনজন।
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায় তৃণমূল কর্মীকে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে মৃতের নাম বাবর আলি। জানা গিয়েছে, ভোটের আগের দিন শুক্রবার রাতে গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। তখনই দুষ্কৃতীরা এসে ফুলচাঁদ শেখ ও বাবর আলিকে মারধর করে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Panchayat Violence: হাড়হিম দৃশ্য! ভোট কেন্দ্রে পুলিশের লাঠিচার্জ! ব্যালট বাক্স চুরি! ধুন্ধুমার পটাশপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement