জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা সামনে আসে। স্কুলের মাঠে খেলতে আসা কিছু ছেলে এই ঘটনা দেখতে পায়। তারা খবর দেয় স্থানীয় পঞ্চায়েতকে। এরপর শুক্রবার সকালে দেখা যায়, স্কুল প্রাঙ্গণে ধস বড় আকারের একটা গর্তে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন, সৌভাগ্যক্রমে স্কুল চলাকালীন এই ধরনের ঘটনা ঘটেনি। নাহলে আরও বড় বিপদ হতে পারত। তবে সময় থাকতে পদক্ষেপ করা হয়েছে।
advertisement
পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, এক সময়ে এই এলাকায় পুরনো কোনও খনি ছিল। সঠিকভাবে সেখানে বালি ভরাট না করার কারণে বৃষ্টি হলেই ধসের আকার নেয়। তিনি বলেছেন, ইসিএল আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার বেলা সাড়ে ন’টা পর্যন্ত কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি। পঞ্চায়েত নিজস্ব উদ্যোগে এই ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে। যাতে কোনও মানুষ বা পশু ওই ধস কবলিত এলাকা দিকে যেতে না পারে।
আরও পড়ুন: বাতিল হল একাধিক ট্রেন! বেড়াতে যাওয়ার আগে চরম ভোগান্তি সাধারণ মানুষের
আরও পড়ুন: লোক আদালতে বিচারকের ভূমিকায় রূপান্তরকামী মহিলা! মামলা উঠল ২১ হাজার
তবে এই ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় মানুষজনকে পাশাপাশি এই বিদ্যালয়ে পড়াশোনা করা পড়ুয়ারা রীতিমত আতঙ্কে রয়েছে।আতঙ্কে রয়েছে তাদের অভিভাবকরাও সকলেই চাইছেন ওই ধস কবলিত এলাকায় যতক্ষণ না মেরামত হচ্ছে, ততক্ষণ ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না। কারণ যে কোনও সময় ওই ধসের কারণে বড় বিপদে নেমে আসতে পারে।দ্রুত এই ধসের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ইসিএলের কাছে আরজি জানিয়েছেন সকলে।
নয়ন ঘোষ