TRENDING:

Paschim Bardhaman News : বৃষ্টিতে স্কুলে ধস! অল্পের জন্য বাঁচল পড়ুয়ারা, সময় থাকতে পদক্ষেপ স্থানীয়দের

Last Updated:

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা সামনে আসে। স্কুলের মাঠে খেলতে আসা কিছু ছেলে এই ঘটনা দেখতে পায়। তারা খবর দেয় স্থানীয় পঞ্চায়েতকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামুরিয়া: নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরেই খনি অঞ্চল জুড়ে চলছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হলেই খনি অঞ্চলে প্রকট হয়ে ওঠে ধসের আতঙ্ক। কয়লা খনি অঞ্চল অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরই দেখা যায় ধসের ঘটনা। বিগত কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে এবারের ধসের ঘটনা পাণ্ডবেশ্বর থানার হরিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে।
advertisement

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা সামনে আসে। স্কুলের মাঠে খেলতে আসা কিছু ছেলে এই ঘটনা দেখতে পায়। তারা খবর দেয় স্থানীয় পঞ্চায়েতকে। এরপর শুক্রবার সকালে দেখা যায়, স্কুল প্রাঙ্গণে ধস বড় আকারের একটা গর্তে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন, সৌভাগ্যক্রমে স্কুল চলাকালীন এই ধরনের ঘটনা ঘটেনি। নাহলে আরও বড় বিপদ হতে পারত। তবে সময় থাকতে পদক্ষেপ করা হয়েছে।

advertisement

পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, এক সময়ে এই এলাকায় পুরনো কোনও খনি ছিল। সঠিকভাবে সেখানে বালি ভরাট না করার কারণে বৃষ্টি হলেই ধসের আকার নেয়। তিনি বলেছেন, ইসিএল আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার বেলা সাড়ে ন’টা পর্যন্ত কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি। পঞ্চায়েত নিজস্ব উদ্যোগে এই ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে। যাতে কোনও মানুষ বা পশু ওই ধস কবলিত এলাকা দিকে যেতে না পারে।

advertisement

আরও পড়ুন: বাতিল হল একাধিক ট্রেন! বেড়াতে যাওয়ার আগে চরম ভোগান্তি সাধারণ মানুষের

View More

আরও পড়ুন: লোক আদালতে বিচারকের ভূমিকায় রূপান্তরকামী মহিলা! মামলা উঠল ২১ হাজার

তবে এই ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় মানুষজনকে পাশাপাশি এই বিদ্যালয়ে পড়াশোনা করা পড়ুয়ারা রীতিমত আতঙ্কে রয়েছে।আতঙ্কে রয়েছে তাদের অভিভাবকরাও সকলেই চাইছেন ওই ধস কবলিত এলাকায় যতক্ষণ না মেরামত হচ্ছে, ততক্ষণ ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না। কারণ যে কোনও সময় ওই ধসের কারণে বড় বিপদে নেমে আসতে পারে।দ্রুত এই ধসের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ইসিএলের কাছে আরজি জানিয়েছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : বৃষ্টিতে স্কুলে ধস! অল্পের জন্য বাঁচল পড়ুয়ারা, সময় থাকতে পদক্ষেপ স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল