তারপরেও যৌনকর্মীরা দাবি করেন, তারা তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন। বাস্তবিক চিত্র বেশিরভাগ ক্ষেত্রে একই ছবিরই দেখা পাওয়া যায়। তাই এবার দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধ পল্লীতে পুজোর বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। যার মাধ্যমে সমাজের কাছে বার্তা দিতে চাওয়া হয়েছে, নিষিদ্ধ পল্লীর কর্মীরাও সমাজের অন্যান্য শ্রেণীর মহিলাদের মতো সমান সম্মানের অধিকারী।
advertisement
আরও পড়ুনঃ কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে
উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধ পল্লীর দুর্গাপুজো চতুর্থ বর্ষে পদার্পণ করছে। চলতি বছরের পুজোকে তারা বিশেষ মাত্রা দিতে চান। এই বছর পুজোর জন্য তারা বাজেট বরাদ্দ করেছেন এক লক্ষ ৭০ হাজার টাকা। এ বছর তাদের দুর্গাপুজোর থিম, লাল মাটির দুর্গাপুজো, মাকে এখানেই পাবে যদি মন দিয়ে খোঁজো।
আরও পড়ুনঃ দুর্গাপুরের প্রাক্তন মেয়রই হলেন পুরপ্রশাসক
এই থিমের মাধ্যমে বোঝাতে যাওয়া হয়েছে, নিষিদ্ধপল্লীর মাটিতেও দেবী দুর্গার আগমন হয়, যদি পবিত্রতার সঙ্গে তার পুজো করা যায়। সেখান থেকেই বোঝাতে যাওয়া হয়েছে, সমাজের অন্যান্য জায়গার মহিলারা যেমন সম্মান পান, তেমনভাবেই এই যৌন পেশার কর্মীরাও সমান সম্মানের অধিকারী। সমাজ বিশেষজ্ঞরা নিষিদ্ধ পল্লীতে দুর্গাপুজোর এই আয়োজন এবং থিমের প্রশংসা করেছেন।
Nayan Ghosh