TRENDING:

Paschim Bardhaman | Anya-Puja-2022: নিষিদ্ধপল্লীতে মায়ের আগমনের বিশেষ আয়োজন

Last Updated:

খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হল দুর্গাপুরের নিষিদ্ধ পল্লীতে। নিষিদ্ধ পল্লীতে দুর্বার কমিটি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হল দুর্গাপুরের নিষিদ্ধ পল্লীতে। নিষিদ্ধ পল্লীতে দুর্বার কমিটি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। বিশেষ তিথি মেনে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির আগে এই খুঁটি পুজো করা হয়েছে। মন্ডপের ক্ষেত্রে বিশেষ থিম বেছে নিয়েছেন উদ্যোক্তারা। মূলত নিষিদ্ধ পল্লীর কর্মীদের অর্থাৎ যৌনকর্মীদের সমাজের অন্যান্য শ্রেণীর মানুষ ভালো নজরে দেখেন না। তাদের এই পেশার সম্মান নেই বেশিরভাগ মানুষের কাছেই। যদিও নিষিদ্ধ পল্লীর কর্মীদের জন্য লড়াই চালিয়ে আসছেন দুর্বার কমিটির সদস্যরা এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন।
advertisement

তারপরেও যৌনকর্মীরা দাবি করেন, তারা তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন। বাস্তবিক চিত্র বেশিরভাগ ক্ষেত্রে একই ছবিরই দেখা পাওয়া যায়। তাই এবার দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধ পল্লীতে পুজোর বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। যার মাধ্যমে সমাজের কাছে বার্তা দিতে চাওয়া হয়েছে, নিষিদ্ধ পল্লীর কর্মীরাও সমাজের অন্যান্য শ্রেণীর মহিলাদের মতো সমান সম্মানের অধিকারী।

advertisement

আরও পড়ুনঃ কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে

উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধ পল্লীর দুর্গাপুজো চতুর্থ বর্ষে পদার্পণ করছে। চলতি বছরের পুজোকে তারা বিশেষ মাত্রা দিতে চান। এই বছর পুজোর জন্য তারা বাজেট বরাদ্দ করেছেন এক লক্ষ ৭০ হাজার টাকা। এ বছর তাদের দুর্গাপুজোর থিম, লাল মাটির দুর্গাপুজো, মাকে এখানেই পাবে যদি মন দিয়ে খোঁজো।

advertisement

View More

আরও পড়ুনঃ দুর্গাপুরের প্রাক্তন মেয়রই হলেন পুরপ্রশাসক

এই থিমের মাধ্যমে বোঝাতে যাওয়া হয়েছে, নিষিদ্ধপল্লীর মাটিতেও দেবী দুর্গার আগমন হয়, যদি পবিত্রতার সঙ্গে তার পুজো করা যায়। সেখান থেকেই বোঝাতে যাওয়া হয়েছে, সমাজের অন্যান্য জায়গার মহিলারা যেমন সম্মান পান, তেমনভাবেই এই যৌন পেশার কর্মীরাও সমান সম্মানের অধিকারী। সমাজ বিশেষজ্ঞরা নিষিদ্ধ পল্লীতে দুর্গাপুজোর এই আয়োজন এবং থিমের প্রশংসা করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman | Anya-Puja-2022: নিষিদ্ধপল্লীতে মায়ের আগমনের বিশেষ আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল