শীতের দুপুর উপভোগ্য করার পাশাপাশি, মানুষজনকে আবার মাঠমুখী করে তুলতে এবং কাবাডির হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, কাঁকসা থানা এবং পানাগড় বাজারের চন্দ্রকান্ত নিরালা পুস্তকালয়ের উদ্যোগে পানাগড় বাজারে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দুপুর বারোটা নাগাদ পানাগড় বাজারের লক্ষীনারায়ণ মন্দির প্রাঙ্গণ কাবাডি প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।
advertisement
আরও পড়ুনঃ অনলাইন আসক্তি কমানোর আবেদন নিয়ে পথে ডিস্ট্রিবিউটাররা
পাশাপাশি কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ সহ পানাগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা হাজির হয়েছিলেন। এই বিষয়ে এক উদ্যোক্তা জানিয়েছেন, বর্তমানে তরুণ প্রজন্ম মোবাইল এর প্রতি আসক্ত হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে কাঁকসা থানার পুলিশের সহযোগিতায় তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতায় পুরুষ মহিলা নির্বিশেষে সকলের অংশগ্রহণ এবং খেলা ছিল দেখার মত।
Nayan Ghosh