Paschim Bardhaman News: অনলাইন আসক্তি কমানোর আবেদন নিয়ে পথে ডিস্ট্রিবিউটাররা

Last Updated:

ডিজিটালাইজেশনের দিকে অনেকখানি এগিয়ে গিয়েছে ভারত। ডিজিটাল ইন্ডিয়ায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন আট থেকে আশি। খাবার থেকে শুরু করে পোশাক, ইলেকট্রনিক্স গেজেট থেকে শুরু করে ওষুধ, বিভিন্ন ক্ষেত্রেই এখন অনলাইন সেলিং প্লাটফর্ম গুলির রমরমা।

+
title=

#দুর্গাপুর : ডিজিটালাইজেশনের দিকে অনেকখানি এগিয়ে গিয়েছে ভারত। ডিজিটাল ইন্ডিয়ায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন আট থেকে আশি। খাবার থেকে শুরু করে পোশাক, ইলেকট্রনিক্স গেজেট থেকে শুরু করে ওষুধ, বিভিন্ন ক্ষেত্রেই এখন অনলাইন সেলিং প্লাটফর্ম গুলির রমরমা। অনেক ক্ষেত্রে দোকানে বসে থাকা ব্যবসায়ীরাও অনলাইন থেকে জিনিসপত্র আনিয়ে, তা বিক্রি করছেন। ক্রেতাদের অভিমত, অনলাইনে ছাড় পাওয়া যায় অনেক বেশি। ঘরে বসে পাওয়া যায় প্রয়োজনীয় জিনিস। কিন্তু ক্রেতাদের এই অনলাইন আসক্তিতে সমূহ বিপদ দেখছেন বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা।
তারা বলছেন, অনলাইনের সেলিং প্ল্যাটফর্ম গুলির রমরমার ফলে বিপদে পড়ছেন তারা। তাদের ব্যবসা মার খাচ্ছে। ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে। আর সেজন্যই অনলাইন আসক্তি কমানোর আর্জি নিয়ে প্রচার চালাল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন। দুর্গাপুর স্টেশন বাজারে এদিন ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রচার চালানো হয়েছে। এদিন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সদস্যরা দুর্গাপুর স্টেশন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে আবেদন করেছেন, স্থানীয় ডিস্ট্রিবিউটরদের কাছে থেকে জিনিসপত্র কেনার জন্য।
advertisement
আরও পড়ুনঃ শীতের দুপুর উপভোগ্য করে তুলতে পানাগড়ে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতা
ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, করোনা অতিমারির সময় মানুষের পাশে থেকে ছিলেন ডিস্ট্রিবিউটররা। ব্যবসায়ীদের কাছে মাল পৌঁছে দিয়েছিলেন মানুষের ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যখন অনলাইনে মানুষ বেশি অভ্যস্ত হয়ে পড়েছে, তখন উপার্জনে টান পড়ছে এই সমস্ত ডিস্ট্রিবিউটরদের। সেজন্যই তারা ব্যবসায়ীদের কাছে আবেদন জানিয়েছেন, তাদের কাছে থেকেও মাল কেনার জন্য। একই দাবি তারা রেখেছেন অন্য সাধারণ ক্রেতাদের কাছেও।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: অনলাইন আসক্তি কমানোর আবেদন নিয়ে পথে ডিস্ট্রিবিউটাররা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement