Paschim Bardhaman News: শীতের দুপুর উপভোগ্য করে তুলতে পানাগড়ে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতা

Last Updated:

শীতের দুপুরকে উপভোগ্য গড়ে তুলতে বিশেষ আয়োজন পানাগড়ে। পানাগড়ে একটি সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতার। যেখানে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছিল। বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

+
title=

#পানাগড় : শীতের দুপুরকে উপভোগ্য গড়ে তুলতে বিশেষ আয়োজন পানাগড়ে। পানাগড়ে একটি সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতার। যেখানে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছিল। বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আটটি পুরুষ দল এবং আটটি মহিলা দল। সকলেই যেদিন মাঠে নেমে নিজেদের কসরত দেখিয়েছেন। প্রতিযোগিতা শেষে সকলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আয়োজকরা। অন্যদিকে এই কাবাডি প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়োজকদের পাশাপাশি এলাকার মানুষজনের উন্মাদনা ছিল তুঙ্গে। খেলা দেখতে বহু মানুষ মাঠের ব্যারিকেডের বাইরে ভিড় করেছিলেন।
শীতের দুপুর উপভোগ্য করার পাশাপাশি, মানুষজনকে আবার মাঠমুখী করে তুলতে এবং কাবাডির হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, কাঁকসা থানা এবং পানাগড় বাজারের চন্দ্রকান্ত নিরালা পুস্তকালয়ের উদ্যোগে পানাগড় বাজারে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দুপুর বারোটা নাগাদ পানাগড় বাজারের লক্ষীনারায়ণ মন্দির প্রাঙ্গণ কাবাডি প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।
advertisement
আরও পড়ুনঃ অনলাইন আসক্তি কমানোর আবেদন নিয়ে পথে ডিস্ট্রিবিউটাররা
পাশাপাশি কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ সহ পানাগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা হাজির হয়েছিলেন। এই বিষয়ে এক উদ্যোক্তা জানিয়েছেন, বর্তমানে তরুণ প্রজন্ম মোবাইল এর প্রতি আসক্ত হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে কাঁকসা থানার পুলিশের সহযোগিতায় তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতায় পুরুষ মহিলা নির্বিশেষে সকলের অংশগ্রহণ এবং খেলা ছিল দেখার মত।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: শীতের দুপুর উপভোগ্য করে তুলতে পানাগড়ে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement