দীর্ঘ এক দশক ধরে হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের বিধাননগর হনুমান মন্দির এই কলস যাত্রার আয়োজন করে আসছে। এই বিধাননগর হনুমান মন্দিরটি দুর্গাপুরের অন্যতম প্রাচীন মন্দির। গত ১০ বছর ধরে সেখানে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে। তবে এবার রাজ্যের পরিস্থিতি বিচার করে এই কলস যাত্রা এবং দশ হাজার মানুষকে পাত পেড়ে খাওয়ানোর অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুলিশকে মোতায়েন থাকতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন: এই প্রথম কালিম্পঙে দেখা যাবে ট্রাফিক সিগন্যাল!
বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর কলস যাত্রায় এলাকার বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেন। সেইসঙ্গে অখণ্ড হরিনামের আয়োজনও করা হয়েছে। তবে এই হনুমান জয়ন্তীর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে নজর কেড়েছে ১০ হাজার মানুষের নরনারায়ণ সেবার বিষয়টি। তবে এখানে কোথাও কোনও অশান্তি বা উত্তেজনা তৈরি হয়নি। সবকিছু অত্যন্ত ভালোভাবে মিটেছে।
নয়ন ঘোষ