Kalimpong News: এই প্রথম কালিম্পঙে দেখা যাবে ট্রাফিক সিগন্যাল!

Last Updated:

পূর্ণাঙ্গ জেলা হওয়ার পর এই প্রথম ট্রাফিক সিগন্যালে আলো বসল কালিম্পং জেলায়। ফলে নিয়ন্ত্রণে আনা যাবে যানজট সমস্যা

+
title=

কালিম্পং: পূর্ণাঙ্গ জেলা হওয়ার পর এই প্রথম ট্রাফিক সিগন্যালে আলো বসল কালিম্পং জেলায়। দার্জিলিঙের পাশাপাশি কালিম্পঙের গুরুত্ব ক্রমশ বাড়ছে পর্যটকদের কাছে। ফলে যানজটের সমস্যা বেড়েই চলেছে। আর তাই কালিম্পঙের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জেলায় প্রথমবারের জন্য স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানো হল।
কালিম্পং শহরের ট্রাফিক সিগন্যালে আলোর শুভ সূচনা করেন পুরপ্রধান রবি প্রধান। কালিম্পঙের থানাদাঁড়া এলাকায় ট্রাফিক বুথ ও ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করা হয়।
advertisement
প্রশাসন সূত্রে খবর, কয়েক দিনের মধ্যে কালিম্পং শহরের আরও কয়েক জায়গায় ট্রাফিক সিগন্যালে আলোর বন্দোবস্ত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিম্পঙের পুলিশ সুপার অপরাজিতা রাই। তিনি বলেন, আমাদের শহরে ট্রাফিক সিগন্যাল না থাকায় এখানকার গাড়ি চালকরা বাইরে গেলে তাঁদের সমস্যার মুখে পড়তে হয়।
advertisement
এদিকে শহরেও যানজট সমস্যা বেড়ে চলেছিল। ট্রাফিক সিগন্যাল না থাকায় তা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণরূপে গড়ে উঠলে কালিম্পঙের যানজটকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Kalimpong News: এই প্রথম কালিম্পঙে দেখা যাবে ট্রাফিক সিগন্যাল!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement