অন্যদিকে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি দুর্গাপুর মহাকুমা আদালতের বিভিন্ন প্রবীণ আইনজীবীদের সংবর্ধনাও জানানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজির হয়ে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, তিনি ভীষণ খুশি এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করতে পেরে। তিনি নিজেও একজন আইনজীবী। তাই স্বাভাবিকভাবেই আইনজীবীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে আয়োজক আইনজীবী জানিয়েছেন, দুর্গাপুর আদালতে বিভিন্ন আইনজীবীদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ স্থানীয়দের উদ্যোগে নর্দমা থেকে উদ্ধার অসুস্থ গরু
আইনি পরিষেবার সঙ্গে যুক্ত থাকার জন্য অনেকেই হয়তো নিজের শরীরের দিকে বা অসুস্থতার দিকে সেই অর্থে খেয়াল করার সময় পান না। তাই আদালত চত্বরেই তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি আদালতে কর্মরত প্রবীণ আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অন্যদিকে তিনি জানিয়েছেন, যদি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যদি কোন আইনজীবীর গুরুতর অসুস্থতা ধরা পড়ে, তাহলে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে যথাসাধ্য কম খরচে।
Nayan Ghosh