Paschim Bardhaman News: স্থানীয়দের উদ্যোগে নর্দমা থেকে উদ্ধার অসুস্থ গরু
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এলাকাবাসীর তৎপরতায় জীবন বাঁচল নিকাশি নালায় পড়ে যাওয়া একটি গরুর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন এলাকায়। এদিন বিকেলে রণডিহা মোড়ের কাছে খোলা মুখের নিকাশি নালায় হঠাৎই একটি গরু পড়ে যায়।
#পানাগড় : এলাকাবাসীর তৎপরতায় জীবন বাঁচল নিকাশি নালায় পড়ে যাওয়া একটি গরুর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন এলাকায়। এদিন বিকেলে রণডিহা মোড়ের কাছে খোলা মুখের নিকাশি নালায় হঠাৎই একটি গরু পড়ে যায়। রাস্তা দিয়ে পারাপার করার সময় এক ব্যক্তি দেখতে পেয়ে আশেপাশের ব্যবসায়ীদের ডাকেন। তারপর শুরু হয় উদ্ধারকাজ। নিকাশি নালায় উল্টো ভাবে গরুটি পরে যাওয়ার কারণে উঠতে পারছিল না গরুটি। অপর দিকে নিকাশি নালায় জল থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় উদ্ধারকারীদের। ব্যবসায়ীরা দীর্ঘক্ষন চেষ্টার পরে স্থানীয় এক ব্যক্তির একটি ক্রেন নিয়ে উদ্ধার করা হয় গরুটিকে।
স্থানীয়দের অভিযোগ, নিকাশি নালার মুখ খোলা থাকায় নিত্য দিন ঘটছে দুর্ঘটনা। অসাবধান হলেই নিকাশি নালায় পরে যান অনেকেই। মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীরাও নিকাশি নালায় পরে গিয়ে আহত হচ্ছে। তাই প্রশাসন দ্রুত নিকাশি নালার খোলা মুখ বন্ধ করুক, এই দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, রাস্তার পাশেই রয়েছে বড় নর্দমাটি। অথচ এই নর্দমার বেশিরভাগ জায়গা খোলা মুখ। ফলে একটু অসচেতন হলেই দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। আর তেমনটাই হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে দাবি পূরণ! রাস্তা পেতে চলেছে বাবনডিহা, ভিত্তিপ্রস্তর স্থাপন মেয়রের
কারণ রাস্তার পাশে রয়েছে নর্দমাটি। অন্যদিকে ব্যস্ত রাস্তায় সবসময় যানবাহনের যাতায়াত রয়েছে। ফলে রাস্তার পাশ দিয়ে যেতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেকে এই নর্দমায় পড়ে যাচ্ছেন। পাশাপাশি বড় বড় গবাদি পশুগুলিও এই নর্দমায় পড়ে যাচ্ছে। যদিও নর্দমায় পড়ে যাওয়া গরুটিকে ক্রেন এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা গিয়েছে। তবে আগামী দিনে বড় বিপদ এড়াতে, নর্দমাটি ঢাকা দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা।
advertisement
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
November 18, 2022 9:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: স্থানীয়দের উদ্যোগে নর্দমা থেকে উদ্ধার অসুস্থ গরু