উল্লেখ্য, কাঁকসা পুলিশের হাতে কাঁকসা থেকে গ্রেফতার হয় ভুয়ো সাংবাদিক। পুলিশি হেফাজতে নেওয়ার পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। খবর সম্প্রচার হওয়ার পরেই কাঁকসা থানায় হাজির হন এক দম্পতি। পানাগড় বাজারের বাসিন্দা এক শিক্ষক, তিনি কাঁকসা থানায় লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ শুভেন্দুর, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে সিবিআই তদন্তের আর্জি
advertisement
তার অভিযোগ, ভুয়ো সাংবাদিক তাদের পারিবারিক ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য ১৪ ভরি সোনা এবং ৩ লক্ষ টাকার মতো নগদ নিয়েছিল। এমনকি চাকরি দেওয়ার নাম করেও টাকা নিয়েছে বলে অভিযোগ। সোনা এবং টাকা কি করে ফেরত পাবেন, সেই নিয়ে আতঙ্কিত ওই পরিবার। এমনকি যেই বাড়িতে তিনি ভাড়া ছিলেন, সেই বাড়ির মালিকের কাছেও তিন হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মাস্টারস্ট্রোক ইডির, ১০ তারিখেই খুলতে পারে মহারহস্যের জট
বাড়ি মালিকের এক সমস্যার সমাধান করে দেবে বলে এই টাকা নেওয়া হয়েছে। পুলিশের অনুমান, এইভাবে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেধৃত ভুয়ো সাংবাদিক। গোয়েন্দাদেরআশঙ্কা, এই ঘটনার পিছনে আরও বড় চক্র জড়িত রয়েছে। তদন্তে তারই হদিস পেতে চাইছে পুলিশ।
----Nayan Ghosh