Suvendu Adhikari: রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ শুভেন্দুর, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে সিবিআই তদন্তের আর্জি

Last Updated:

Suvendu Adhikari: বাংলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন স্তরে ব্যাপক দুর্নীতির তদন্তে সিবিআই কিংবা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

মারাত্মক অভিযোগ শুভেন্দুর
মারাত্মক অভিযোগ শুভেন্দুর
#কলকাতা: কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে এবার চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংকে লেখা চার পাতার চিঠিতে ব্যাপক বেনিয়মের অভিযোগ।
পঞ্চায়েত নির্বাচনের আগে ভুয়ো কর্মসংস্থান সৃষ্টি করে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের একাংশ বিভিন্ন জায়গায় বেনিয়ম ও দুর্নীতি করছে। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
advertisement
১০০ দিনের কাজে যারা জবকার্ড হোল্ডার সেক্ষেত্রে ব্যাপক বেনিয়মের অভিযোগের উল্লেখ রয়েছে চিঠিতে। বাংলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন স্তরে ব্যাপক দুর্নীতির তদন্তে সিবিআই কিংবা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
advertisement
জব কার্ডের ভিত্তিতে দেখা যাচ্ছে নির্দিষ্ট জনসংখ্যার থেকে বেশি জব কার্ড বিলি করা হয়েছে। এ প্রসঙ্গে নির্দিষ্ট এলাকার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে তুলে ধরেন শুভেন্দু। বেনিয়ম এবং আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, এদিনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
advertisement
এদিন সেই বৈঠকের পর তিনি বলেন, ''কয়েকটি প্রথাগত ত্রুটি তুলেছিল কেন্দ্রীয় সরকার। ৬৭৬৪ কোটি টাকা বকেয়া। ২২-২৩ বছরের গ্রামীণ আবাস যোজনার টাকা আটকে আছে। গ্রামীণ সড়ক যোজনার প্রস্তাবিত ২২৬ কিমির কাজ আটকে আছে। গ্রামীণ উন্নয়নের কাজ আটকে আছে।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ শুভেন্দুর, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে সিবিআই তদন্তের আর্জি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement