দু নম্বর জাতীয় সড়কের নীচে থাকা লেলিন সরণির এই আন্ডারপাসটি এখন দুর্গাপুরের বেশ কিছু এলাকার মানুষজনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই বেহাল আন্ডারপাসের অবস্থা নিয়ে শাসক শিবিরকে কটাক্ষ করছে বিরোধীরা। দ্রুত রাস্তাটি মেরামতির দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজনও।
আরও পড়ুনঃ রাস্তার টেন্ডার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ! রাজনৈতিক দ্বন্দ্ব
advertisement
উল্লেখ্য, দুর্গাপুরের লেলিন সরণিটি শহরের মূল অংশের সঙ্গে এমএমসি টাউনশিপের যোগাযোগ রক্ষা করে। লেলিন সরণির ওপর দিয়ে গিয়েছে দুই নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের নীচে লেলিন সরণিতে যে আন্ডারপাসটি রয়েছে, তা নিয়ে স্থানীয়দের অভিযোগ। অপেক্ষাকৃত নীচু হওয়ায় সেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যায়।
আরও পড়ুনঃ বিনামূল্যে জল পৌঁছে দিতে 'জলস্বপ্ন প্রকল্প' রূপনারায়নপুরে
বিষয়টি নিয়ে স্থানীয়রা অনেকবারই প্রশাসনের কাছে মেরামতির দাবি জানিয়েছেন। কিন্তু এখনও অবস্থার পরিবর্তন হয়নি। পরিবর্তে বিগত কয়েক দিনে দিনের ভারী বৃষ্টিপাতে আন্ডারপাসটি আরও জলমগ্ন হয়ে পড়েছে। যা নিয়ে রীতিমতো বিড়ম্বনার শিকার হচ্ছেন রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া, সকলেই। তাই ওই রাস্তাটি দ্রুত মেরামতির দাবি জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।
Nayan Ghosh