একই সঙ্গে চলছে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ। সেই রক্ষণাবেক্ষণের কারণে ফের বন্ধ রাখা হবে দুর্গাপুর ব্যারেজ ও নির্মিত ব্রিজটি। নির্দিষ্ট সময়ের জন্য ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। বেশ কয়েকদিন ভোগান্তির শিকার হতে হবে মানুষকে। আগে থেকে জেনে না রাখলে পড়তে হবে সমস্যায়।
আরও পড়ুন ঃ দুর্গা পুজোর জমিতে হঠাৎ মেলার আয়োজন, অনুমতি দিয়ে প্রশ্নের মুখে ADDA
advertisement
ব্যারেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৬ তারিখ থেকে ব্রিজের উপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৬ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। যদিও দিনের বেলায় যান চলাচল বন্ধ থাকবে না। দিনে যান চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে।
কিন্তু ব্যারেজের গেট মেরামতির জন্য ব্রিজ বন্ধ রাখা হবে। রাত এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। ওই সময় ব্রিজ দিয়ে কোন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। যদিও আপৎকালীন দুটি পরিষেবাকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ওই সময়েও এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে।
আরও পড়ুন ঃ কমিশনার পদে বদল! প্রাক্তনের ডিআইজি পদে পদোন্নতি, নতুন কে এলেন?
ব্যারেজের গেট মেরামতির জন্য এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, যান চলাচল বন্ধ থাকার জন্য লরি চালকদের সমস্যায় পড়তে হবে। কারণ রাতের বেলায় বেশিরভাগ ক্ষেত্রেই পণ্যবাহী গাড়িগুলি যাতায়াত করে। দুর্গাপুর ব্যারেজের ব্রিজটি বন্ধ থাকার জন্য সেই সমস্ত গাড়িগুলিকে মেজিয়া, রানীগঞ্জ হয়ে ঘুরে যেতে হবে। সে ক্ষেত্রে গাড়ি চালকদের সময় যেমন বেশি বেশি লাগবে, তেমনি তেল খরচও বেশি হবে।
তাছাড়াও একটি রাস্তা বন্ধ থাকার জন্য, অন্য রাস্তায় চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। তাতে যানজট পরিস্থিতিও সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যেহেতু দুর্গাপুর ব্যারেজের সংস্কার প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকরা বলছেন, আগামী দিনের সুবিধার জন্য দুদিন একটু অসুবিধা ভোগ আমাদের করতেই হয়। কারণ ব্যারেজ সংস্কার না হলে আগামী দিনে আরও বেশি সমস্যা হতে পারে।
Nayan Ghosh