ADPC Commissioner : কমিশনার পদে বদল! প্রাক্তনের ডিআইজি পদে পদোন্নতি, নতুন কে এলেন?
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
আইপিএস সুনীল কুমার চৌধুরী রাজ্য পুলিশে যথেষ্ট দক্ষ বলেই পরিচিত। তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে নিয়ে আসা হয়েছে।
আসানসোল, পশ্চিম বর্ধমান : সম্প্রতি পুলিশের শীর্ষ পদে বদল করেছে রাজ্য সরকার। রাজ্যের শীর্ষস্থানীয় আইপিএস অফিসারদের পদে রদবদল করা হয়েছে। সম্প্রতি এই বদলি করেছে নবান্ন। তারপরেই দায়িত্ব বুঝে নেওয়ার পালা। যে সমস্ত পুলিশ আধিকারিকদের পদে রদবদল করা হয়েছে, সেই তালিকায় ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারও। প্রাক্তন কমিশনার সুধীর কুমার নীলকান্তমকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট (ডব্লিউবিপিডির) ও এসডি হিসেবে। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হয়েছেন আইপিএস সুনীল কুমার চৌধুরী।
আইপিএস সুনীল কুমার চৌধুরী, যিনি রাজ্য পুলিশে যথেষ্ট দক্ষ বলেই পরিচিত। ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ২০০৪ ব্যাচের এই অফিসার এতদিন রাজ্য পুলিশে কর্মরত ছিলেন। সুনীল কুমার চৌধুরী ছিলেন আইজি সিআইডি পদে কর্মরত। তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুনঃ আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর! হাসপাতালে তৈরি হল ভেষজ বাগান
অন্যদিকে সুধীরকুমার নীলকান্তম, যিনি ২০০৭ ব্যাচের আইপিএস অফিসার তিনি এক বছরের বেশি সময় ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে ছিলেন। পুলিশ আধিকারিক থেকে জেলার মানুষ, সকলের কাছেই জনপ্রিয় ছিলেন তিনি। জেলা সদর আসানসোল এর পাশাপাশি দুর্গাপুরে নিয়মিত বসতেন কমিশনার। জনসংযোগ রাখতে একাধিক কর্মসূচি নিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
আর এবার সেই জায়গায় এলেন আইপিএস সুনীল কুমার চৌধুরী। দায়িত্ব নেওয়ার পরে এদিন নতুন কমিশনার বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন। নতুন কমিশনার সুনীল কুমার চৌধুরী কুলটি, চিত্তরঞ্জন, সালানপুর সহ বেশ কয়েকটি থানা পরিদর্শনে যান। সেখানে নতুন কমিশনারকে অভিবাদন জানান সেই সমস্ত থানা গুলির দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ বার বার অর্থ খরচ করেও ফিরছে না এই নদীর হাল! মানুষের সচেতনতা নেই দাবি পুরনিগমের
অন্যদিকে সংশ্লিষ্ট মহল রাজ্য পুলিশের শীর্ষ পদের এই বদলিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে। উল্লেখ্য, গত ১ লা আগস্ট রাজ্য পুলিশের চার শীর্ষ কর্তার পদে বদল করা হয়েছে। যেখানে সুনীল কুমার চৌধুরীর নাম রয়েছে। নাম রয়েছে প্রাক্তন কমিশনার সুধীর কুমার নীলকান্তমের।
advertisement
পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রাক্তন কমিশনার লক্সমী নারায়ন মীনার নামও রয়েছে। এই বদলির আগে তিনি এসসিআরবির এডিজি পদে কর্মরত ছিলেন। নতুন বদলি দিয়ে তাকে কারেকশনাল সার্ভিসের এডিজি করা হয়েছে।
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 7:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
ADPC Commissioner : কমিশনার পদে বদল! প্রাক্তনের ডিআইজি পদে পদোন্নতি, নতুন কে এলেন?