River Conservation: বার বার অর্থ খরচ করেও ফিরছে না এই নদীর হাল! মানুষের সচেতনতা নেই দাবি পুরনিগমের

Last Updated:

পুরনিগম অর্থ খরচ করে নদী পরিষ্কার করাচ্ছে। কিন্তু মানুষজনের মধ্যে সচেতনতা নেই। বারবার নদীতে আবর্জনা ফেলতে নিষেধ করা হচ্ছে। কিন্তু মানুষজনের সেদিকে ভ্রুক্ষেপ নেই। 

+
আবর্জনায়

আবর্জনায় মজে যেতে বসেছে গাড়ুই নদী।

আসানসোল: গাড়ুইনদীকে আসানসোল শহরের নিকাশি ব্যবস্থার মেরুদন্ড বললে ভুল হবে না। কিন্তু সেই মেরুদন্ডের হাল বেহাল। আবর্জনায় মজে যেতে বসেছে আসানসোলের গাড়ুইনদী। যা দেখে আতঙ্কিত আসানসোল রেল পাড় এলাকার বাসিন্দারা। তাঁরা বলছেন, যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে গাড়ুইনদীর জল সোজা উঠে আসবে বাড়িতে। নিকাশি ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যাবে। নদীর গতিপথ পরিষ্কার না থাকলে, নর্দমার জল উঠে আসবে ঘরে। তাতে ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হবে। সমস্যার মুখোমুখি হতে হবে স্থানীয়দের। তাই দ্রুত গাড়ুইনদী পরিস্কার করানোর দাবি তুলছেন এলাকাবাসী।
উল্লেখ্য, গত পুর নির্বাচনে তৃণমূল নিজের ইশতেহারে গাড়ুইনদী পরিষ্কার করানোর দিকে বিশেষভাবে জোর দিয়েছিল। বর্তমানে আসানসোল পুরনিগম তৃণমূলের দখলে। পুর বোর্ডের মেয়াদ দেড় বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু গাড়ুইনদীর অবস্থা আগে যেমন ছিল, এখনও তেমনি রয়ে গিয়েছে। যদিও গত বছর গাড়ুই নদী পরিষ্কার করানো হয়েছিল। মেশিন নামিয়ে গাড়ুইনদী থেকে তোলা হয়েছিল আবর্জনা। পাশাপাশি যেখানে নদী অবৈধভাবে দখল হয়ে যাচ্ছিল, সেগুলিও হটাতে জোর দিয়েছিল আসানসোল পুরনিগম। কিন্তু বছর ঘুরতেই ফের মজে যেতে বসেছে গাড়ুই নদী।
advertisement
advertisement
এই বিষয়ে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলছেন, গত বছর যেভাবে গাড়ুইনদী পরিষ্কার করানো হয়েছিল, এ বছরও তেমন ভাবেই পরিষ্কার করানো হবে। একইসঙ্গে তিনি বলছেন, পুরনিগম অর্থ খরচ করে নদী পরিষ্কার করাচ্ছে। কিন্তু মানুষজনের মধ্যে সচেতনতা নেই। বারবার নদীতে আবর্জনা ফেলতে নিষেধ করা হচ্ছে। কিন্তু মানুষজনের সেদিকে ভ্রুক্ষেপ নেই। এমনকী ওই এলাকায় যে সমস্ত ছোটখাটো কারখানাগুলি গড়ে উঠেছে, সেই কারখানাগুলিও আবর্জনা ফেলছে নদীতে। বেশ কিছু অবৈধ কারখানাও রয়েছে। তাঁদেরকে নোটিস পাঠানোর পরেও খুব বিশেষ কাজ হয়নি। তাই গাড়ুই নদী পরিষ্কার রাখতে হলে, পুরনিগমের উদ্যোগের পাশাপাশি মানুষজনের সচেতনতা খুব প্রয়োজন বলে মনে করছেন তিনি।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
River Conservation: বার বার অর্থ খরচ করেও ফিরছে না এই নদীর হাল! মানুষের সচেতনতা নেই দাবি পুরনিগমের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement