TRENDING:

West Burdwan News : বাংলার এই চার্চের সঙ্গে যোগ ছিল রোমের ভ্যাটিকান সিটির, জেনে নিন বহু পুরনো ইতিহাস

Last Updated:

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছেড়ে চলে যেতে শুরু করে, তখন এই চার্চটি হস্তান্তর করা হয় চার্চ অফ নর্থ ইন্ডিয়াকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: পশ্চিম বর্ধমান : রাত পোহালেই বড়দিন। গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ক্রিসমাস পালনে সেজে উঠেছে গোটা বাংলা। সর্বধর্ম সমন্বয়ের মিলনক্ষেত্র বাংলায় দুর্গাপুজো যেমন জাঁকজমক সহকারে পালন করা হয়, যেমন ভাবে পালন করা হয় ঈদ, তেমনভাবেই বড়দিনেও রীতিমতো ফেস্টিভ মুড়ে থাকে গোটা বাংলা।
advertisement

আরও পড়ুন: নতুন বছরে রকেটের মতো উঠবে এই ৭ স্টক, আপনাকে কী করতে হবে দেখে নিন!

এই তালিকায় বাদ নেই শহর আসানসোল। আসানসোলে রয়েছে বহু পুরনো একটি চার্চ। শহরের গির্জা মোড় সংলগ্ন সেন্ট পল চার্চ। যেখানে খ্রীষ্ট ধর্মাবলম্বীরা আসেন নিজেদের প্রার্থনার জন্য। পাশাপাশি বড়দিনের সময় বহু মানুষজন ভিড় করেন সেখানে। এই চার্চের ফাদার জানিয়েছেন, ইতিহাস ঘাটাঘাটি করলে জানা যায় এই চার্চের সঙ্গে যোগ ছিল রোমের ভ্যাটিকান সিটির। একসময় এই চার্চটি চার্চ অফ ইংল্যান্ড নামেও পরিচিত ছিল।

advertisement

আরও পড়ুন: পাঁচ দিনে গায়েব ২০ লাখ কোটি টাকা! রইল শেয়ার বাজার পতনের ৫ প্রধান কারণ!

View More

এই চার্চ সম্পর্কে জানা গিয়েছে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছেড়ে চলে যেতে শুরু করে, তখন এই চার্চটিহস্তান্তর করা হয় চার্চ অফ নর্থ ইন্ডিয়াকে। চার্চটির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ভারতীয় রেল এবং ভারতীয় সেনাবাহিনীকে। ইতিহাসের সাক্ষী এই সেন্ট পল চার্চ আসানসোলের মুখে এক শতকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। দেখেছে শহরের বিবর্তন। বহু ইতিহাসের সাক্ষী এই চার্চ।চার্চের বর্তমান ফাদার জানিয়েছেন, একসময় এই চার্চে ইংল্যান্ড এবং রোমের ভ্যাটিকান সিটি থেকে ফাদাররা আসতেন। তবে সেই সময় এখন বদল হয়েছে। কিন্তু ইতিহাসের নিরিখে এই চার্চটির আভিজাত্য একফোঁটাও কমেনি। ইতিমধ্যেই ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে আসানসোলের সেন্ট পল চার্চ। চার্চকর্তৃপক্ষ বড় দিনের আগের সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে। প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রশাসনিক স্তরেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির বাজারে দারুণ ডিম্যান্ড! ঘরে বসে 'এই' জিনিস বানিয়েই আয় করছেন দৃষ্টিহীনরা
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : বাংলার এই চার্চের সঙ্গে যোগ ছিল রোমের ভ্যাটিকান সিটির, জেনে নিন বহু পুরনো ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল