নতুন বছরে রকেটের মতো উঠবে এই ৭ স্টক, আপনাকে কী করতে হবে দেখে নিন!

Last Updated:

২০২৩ সালে রকেটের মতো উঠবে এই সাত কোম্পানির শেয়ার। এখন কিনে রাখলে নতুন বছরে মালামাল হওয়ার সম্ভাবনা।

#কলকাতা: রাত পোহালেই বড়দিন। তারপর নতুন বছর। হইহুল্লোড়ের সঙ্গে পকেটের দিকটাও দেখতে হবে। দেশীয় ব্রোকারেজ এবং গবেষণা সংস্থা এইচডিএফসি সিকিউরিটিজ বিনিয়োগকারীদের ৭টি স্টকে টাকা ঢালার পরামর্শ দিচ্ছে। তাদের দাবি, ২০২৩ সালে রকেটের মতো উঠবে এই সাত কোম্পানির শেয়ার। এখন কিনে রাখলে নতুন বছরে মালামাল হওয়ার সম্ভাবনা।
এসিসি: এইচডিএফসি সিকিউরিটিজ তালিকার প্রথম দিকে যে স্টককে জায়গা দিয়েছে সেটা এসিসি। এটা উচ্চ স্তর থেকে ১২ শতাংশ নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বছরে এই স্টক কামাল দেখাবে।
advertisement
advertisement
ভারত ফোর্জ: তালিকার দ্বিতীয় নাম ভারত ফোর্জ। বিএফএল প্রতিরক্ষা মন্ত্রকের থেকে কল্যাণী এম৪ যানবাহন তৈরির জন্য ১৭৮ কোটি টাকার অর্ডার পেয়েছে। আরও অর্ডার আসা সময়ের অপেক্ষা মাত্র। অ্যারোস্পেসে কোম্পানি নতুন অর্থবর্ষে ৪০০ কোটি থেকে ১০০০ কোটিতে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছে।
advertisement
চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড: সিপিসিএলকে ছাড়পত্র দিয়েছে পরিবেশ মন্ত্রক। তামিলনাড়ু সরকারও শোধনাগার সাইট সংলগ্ন ৬০৬ একর জমি অধিগ্রহণের অর্ডার পাশ করেছে। এইচডিএফসি সিকিউরিটিজ অনুযায়ী প্রকল্পের জন্য প্রকিউরমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। নতুন বছরে সিপিসিএলের স্টকও নতুন উড়ান ধরবে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন: এই তালিকায় চতুর্থ স্টক আইওসি। উচ্চ স্তর থেকে ২০ শতাংশ কমেছে। এখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের স্টক খুবই সস্তা। লভ্যাংশের ফলন প্রায় ১১ শতাংশ, যার অর্থ কোম্পানি বিনিয়োগকারীদের ভাল লভ্যাংশ দেয়। দেশের মোট শোধনাগারের ৩২ শতাংশই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আওতায়। পানিপথ, গুজরাতের শোধনাগারের ক্ষমতা বাড়াচ্ছে। যার প্রভাব পড়বে শেয়ারে।
advertisement
লার্সেন অ্যান্ড টুবরো: তালিকার পঞ্চম স্টক হল এলঅ্যান্ডটি। কোম্পানির মোট অর্ডার বুক ৩.৭২ লাখ কোটি টাকা। আগামী ২ থেকে ৩ বছরে ঋণ ৫০০০ কোটি কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে। সাবসিডিয়ারিটির আরও ভাল পারফরমেন্স প্রত্যাশিত। তাই নতুন বছর এই স্টকে বড় আয়ের সুযোগ রয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: তালিকার ষষ্ঠ স্টক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এটি দেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। এনপিএ হ্রাস, সিএএসএ-তে উন্নতি অব্যাহত থাকবে। তাই আগামী বছরও স্টকে মোটা টাকা আয়ের সুযোগ রয়েছে।
advertisement
পিএনসি: তালিকার শেষ স্টক হল পিএনসি ইনফ্রা। স্টক উপরের স্তর থেকে ১৫ শতাংশ নেমে এসেছে। বর্তমান অর্ডার বুক ১৯২০০ কোটি টাকা। আগামী বছরে ৮ হাজার থেকে ১০ হাজার কোটি টাকার নতুন অর্ডার প্রত্যাশিত। ফলে এই স্টকেও মোটা অঙ্কের লাভের সুযোগ রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বছরে রকেটের মতো উঠবে এই ৭ স্টক, আপনাকে কী করতে হবে দেখে নিন!
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement