পানাগর বাজারে কমিউনিটি হলটি তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে । রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমানে রয়েছে কাঁকসা পঞ্চায়েত সমিতির উপর। তবে স্থানীয় কমিউনিটি হলের সাফাই হয় না বলে অভিযোগ। হলের চারিদিকেই রয়েছে আবর্জনার স্তুপ। এই বিয়ের মরশুমে বিভিন্ন মানুষ কমিউনিটি হলটি ভাড়া নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। তার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা করে ভাড়াও নেওয়া হচ্ছে। অথচ হলের সাফ সাফাইয়ের দিকে কোনও নজর নেই বলেই অভিযোগ। হলে অনুষ্ঠানের জন্য ভাড়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেক জনকে। এমনকি স্থানীয়রা বেহাল অবস্থা নিয়ে সরব হচ্ছেন।
advertisement
এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি জানিয়েছেন, তিনি বিষয়টির দিকে নজর দেবেন। এই বিষয়ে কাঁকসার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন। যাতে হল ভাড়া নিয়ে মানুষকে সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকে নজর দেবেন তিনি। স্থানীয়রাও বলছেন, অনুষ্ঠানের ক্ষেত্রে এলাকার এই কমিউনিটি হলটি বড় ভরসা। তাই এই হল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ঠিকঠাক অবস্থায় থাকলে এলাকাবাসীর অনেক সুবিধা হবে।
নয়ন ঘোষ