Karnataka Assembly Election: আজ কর্ণাটকে ভোট, সকাল থেকেই সাজো সাজো রব, ট্যুইটে তরুণ প্রজন্মকে বিশেষ আর্জি নরেন্দ্র মোদির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন সকাল ৬টা বেজে ৫৬ মিনিটে কর্ণাটকের মানুষকে গণতন্ত্রের এই উৎসবে শামিল হওয়ার আবেদন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষ আবেদন জানিয়েছেন তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের৷ ট্যুইট করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও৷
কর্ণাটক: আজ, ১০ মে। কর্ণাটকে ভোটগ্রহণ। সকাল সকালই লাইন পড়ে গিয়েছে প্রায় প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনে। বুধবার সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২১ শতাংশ৷ দক্ষিণ ভারতের এই একটি মাত্র রাজ্য, যেখানে শাসকদল বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে দফায় দফায় এ রাজ্যে গিয়ে প্রচার সেরে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হেভিওয়েটরা৷ গত রবিবারই বেঙ্গালুরুতে মেগা রোড শো করেছিলেন নরেন্দ্র মোদি৷ প্রচার করেছেন অমিত শাহও৷ বহু দিন পরে কর্ণাটকে প্রচারসভায় দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকেও৷ পিছিয়ে ছিলেন না রাহুল গান্ধি কিংবা মল্লিকার্জুন খাড়্গে৷
মোট ২২৪টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হবে এই দফায়। ভোটের গণনা ১৩ মে, শনিবার। এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।
Urging the people of Karnataka, particularly young and first time voters to vote in large numbers and enrich the festival of democracy.
— Narendra Modi (@narendramodi) May 10, 2023
advertisement
advertisement
এবারও মূলত ত্রিমুখী হতে চলেছে কর্ণাটকের ভোটের লড়াই। কর্ণাটকের শাসকদল বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডি(এস)-এর মধ্যে।
আরও পড়ুন: ফুলে ফুলে ঢাকা রাজপথে জমজমাট রোড শো! ভোটের কর্ণাটকে মোদির নিশানায় সেই গান্ধিরাই
এদিন সকাল ৬টা বেজে ৫৬ মিনিটে কর্ণাটকের মানুষকে গণতন্ত্রের এই উৎসবে শামিল হওয়ার আবেদন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষ আবেদন জানিয়েছেন তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের৷ ট্যুইট করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও৷
advertisement
#WATCH | #KarnatakaElections | Union FM Nirmala Sitharaman, after casting her vote in Bengaluru says, “…On inflation, I am with the public that yes, there should not be a burden on them but the Opposition has no right (to speak on it). They should look at their own tenure…” pic.twitter.com/v93rwcr1P2
— ANI (@ANI) May 10, 2023
advertisement
এদিন সকাল সকালই ভোট দিয়ে ফেলেছেন কর্ণাটকের একাধিক নামী মুখ৷ শিখরপুর বিধানসভাকেন্দ্রে ভোট দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা৷ এই কেন্দ্র থেকেই লড়ছেন তাঁর ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র৷ এদিন ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, তাঁর আশা, তাঁর ছেলে এই কেন্দ্র থেকে ৪০ হাজারেরও বেশি ভোটে জিতবে৷
advertisement
আরও পড়ুন: কর্ণাটক নির্বাচনের আগে সনিয়া গান্ধির বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির, মোদির মন্তব্যের পরেই পদক্ষেপ
বিদারের ভালকি কেন্দ্রে সস্ত্রীক ভোট দিয়েছেন কর্ণাটক কংগ্রেসের কার্যকরী সভাপতি ঈশ্বর খান্ড্রে৷ ভোট দিয়েছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়াণা মূর্তি৷ ভোট দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও। শিঙ্গাও কেন্দ্রে ভোট দেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
আগামী শনিবার ভোটগণনা৷ ২২৪ আসনের বিধানসভায় মেজরিটি মার্ক ১১৩৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Karnataka
First Published :
May 10, 2023 9:09 AM IST