Karnataka Elections 2023 | Narendra Modi: ফুলে ফুলে ঢাকা রাজপথে জমজমাট রোড শো! ভোটের কর্ণাটকে মোদির নিশানায় সেই গান্ধিরাই

Last Updated:
বেঙ্গালুরু: দোরগোড়ায় কর্নাটকের বিধানসভা নির্বাচন৷ রবিবেলায় বেঙ্গালুরুতে বিজেপির হয়ে শেষ লগ্নের প্রচারে নেমে রীতিমতো আসর জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছে গান্ধি পরিবারের কথা৷ তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর টেনেছে তাঁর রোড শো৷ যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো৷
1/9
বেঙ্গালুরু: দোরগোড়ায় কর্নাটকের বিধানসভা নির্বাচন৷ রবিবেলায় বেঙ্গালুরুতে বিজেপির হয়ে শেষ লগ্নের প্রচারে নেমে রীতিমতো আসর জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছে গান্ধি পরিবারের কথা৷ তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর টেনেছে তাঁর রোড শো৷ যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো৷
বেঙ্গালুরু: দোরগোড়ায় কর্নাটকের বিধানসভা নির্বাচন৷ রবিবেলায় বেঙ্গালুরুতে বিজেপির হয়ে শেষ লগ্নের প্রচারে নেমে রীতিমতো আসর জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছে গান্ধি পরিবারের কথা৷ তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর টেনেছে তাঁর রোড শো৷ যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো৷
advertisement
2/9
সমস্ত রাস্তাই প্রায় ঢেকে গিয়েছিল হলুদ, গেরুয়া গাঁদা ফুলের পাপড়ি৷ কুসুমাকীর্ণ পথে পায়ে পায়ে এগোয় প্রধানমন্ত্রীর কনভয়৷
সমস্ত রাস্তাই প্রায় ঢেকে গিয়েছিল হলুদ, গেরুয়া গাঁদা ফুলের পাপড়ি৷ কুসুমাকীর্ণ পথে পায়ে পায়ে এগোয় প্রধানমন্ত্রীর কনভয়৷
advertisement
3/9
রবিবার সকাল ১০টা নাগাদ কেম্পেগৌড়ার মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু হয়। ওল্ড মাদ্রাজ রোড দিয়ে রোড শো এগোনোর পর সাড়ে ১১টা নাগাদ তা শেষ হয় বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেলে। প্রসঙ্গত, কেম্পেগৌড়া কর্নাটকের ভোক্কালিগা জনগোষ্ঠীর মধ্যে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। রাজনীতির কারবারিদের মতে, এখানেও ভোটের অঙ্ককে খেয়াল রেখেছে বিজেপি৷
রবিবার সকাল ১০টা নাগাদ কেম্পেগৌড়ার মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু হয়। ওল্ড মাদ্রাজ রোড দিয়ে রোড শো এগোনোর পর সাড়ে ১১টা নাগাদ তা শেষ হয় বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেলে। প্রসঙ্গত, কেম্পেগৌড়া কর্নাটকের ভোক্কালিগা জনগোষ্ঠীর মধ্যে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। রাজনীতির কারবারিদের মতে, এখানেও ভোটের অঙ্ককে খেয়াল রেখেছে বিজেপি৷
advertisement
4/9
গাড়ির রুফটপ খুলে দাঁড়িয়ে সেখান থেকেই রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি৷ সমর্থকদের হাত থেকে উড়ে আসে ফুল৷ ভরে যায় প্রধানমন্ত্রীর গাড়ির ছাদ থেকে বনেট৷ আবার উল্টে, প্রধানমন্ত্রীও সমর্থকদের উদ্দেশে ছুঁড়ে দেন ফুলের মালা৷
গাড়ির রুফটপ খুলে দাঁড়িয়ে সেখান থেকেই রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি৷ সমর্থকদের হাত থেকে উড়ে আসে ফুল৷ ভরে যায় প্রধানমন্ত্রীর গাড়ির ছাদ থেকে বনেট৷ আবার উল্টে, প্রধানমন্ত্রীও সমর্থকদের উদ্দেশে ছুঁড়ে দেন ফুলের মালা৷
advertisement
5/9
এদিনের বক্তৃতায় গান্ধি পরিবারের বিরুদ্ধে ফের জোড়াল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার কর্ণাটকের শেষ নির্বাচনী বক্তৃতায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘গান্ধিরা রাজকীয় পরিবার৷ কিন্তু এই পরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে চলেছে৷’’
এদিনের বক্তৃতায় গান্ধি পরিবারের বিরুদ্ধে ফের জোড়াল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার কর্ণাটকের শেষ নির্বাচনী বক্তৃতায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘গান্ধিরা রাজকীয় পরিবার৷ কিন্তু এই পরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে চলেছে৷’’
advertisement
6/9
গত শনিবার হুব্বালির জনসভায় কর্ণাটকের সার্বভৌমত্বকে রক্ষা করা নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি৷ ৭.এদিন সেই রেশ টেনেই মোদির প্রতিক্রিয়া, ‘‘গতকাল, তারা (গান্ধী) বলেছিল যে তারা কর্ণাটকের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এর অর্থ হল তারা প্রকাশ্যে ভারত থেকে কর্ণাটককে আলাদা করার পক্ষে কথা বলছে৷’’
গত শনিবার হুব্বালির জনসভায় কর্ণাটকের সার্বভৌমত্বকে রক্ষা করা নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি৷ ৭.এদিন সেই রেশ টেনেই মোদির প্রতিক্রিয়া, ‘‘গতকাল, তারা (গান্ধী) বলেছিল যে তারা কর্ণাটকের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এর অর্থ হল তারা প্রকাশ্যে ভারত থেকে কর্ণাটককে আলাদা করার পক্ষে কথা বলছে৷’’
advertisement
7/9
কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে চিনের কূটনীতিকদের বৈঠককে ইশারা করে মোদির মন্তব্য, ‘‘কংগ্রেসের রাজপরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তারা গোপনে ভারতের বিরোধী দেশগুলির কূটনীতিকদের সাথে দেখা করে৷’’
কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে চিনের কূটনীতিকদের বৈঠককে ইশারা করে মোদির মন্তব্য, ‘‘কংগ্রেসের রাজপরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তারা গোপনে ভারতের বিরোধী দেশগুলির কূটনীতিকদের সাথে দেখা করে৷’’
advertisement
8/9
এদিন প্রধানমন্ত্রীর হাতে একটি হনুমান মূর্তি উপহার হিসাবে তুলে দেওয়া হয়৷ তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় শিবাজি পাগড়ি৷
এদিন প্রধানমন্ত্রীর হাতে একটি হনুমান মূর্তি উপহার হিসাবে তুলে দেওয়া হয়৷ তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় শিবাজি পাগড়ি৷
advertisement
9/9
 NEET পরীক্ষা থাকায় এদিন নির্দিষ্ট সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় মোদির রোড শো৷
NEET পরীক্ষা থাকায় এদিন নির্দিষ্ট সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় মোদির রোড শো৷
advertisement
advertisement
advertisement