Karnataka Elections 2023 | Narendra Modi: ফুলে ফুলে ঢাকা রাজপথে জমজমাট রোড শো! ভোটের কর্ণাটকে মোদির নিশানায় সেই গান্ধিরাই
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বেঙ্গালুরু: দোরগোড়ায় কর্নাটকের বিধানসভা নির্বাচন৷ রবিবেলায় বেঙ্গালুরুতে বিজেপির হয়ে শেষ লগ্নের প্রচারে নেমে রীতিমতো আসর জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছে গান্ধি পরিবারের কথা৷ তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর টেনেছে তাঁর রোড শো৷ যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো৷
বেঙ্গালুরু: দোরগোড়ায় কর্নাটকের বিধানসভা নির্বাচন৷ রবিবেলায় বেঙ্গালুরুতে বিজেপির হয়ে শেষ লগ্নের প্রচারে নেমে রীতিমতো আসর জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছে গান্ধি পরিবারের কথা৷ তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর টেনেছে তাঁর রোড শো৷ যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো৷
advertisement
advertisement
রবিবার সকাল ১০টা নাগাদ কেম্পেগৌড়ার মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু হয়। ওল্ড মাদ্রাজ রোড দিয়ে রোড শো এগোনোর পর সাড়ে ১১টা নাগাদ তা শেষ হয় বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেলে। প্রসঙ্গত, কেম্পেগৌড়া কর্নাটকের ভোক্কালিগা জনগোষ্ঠীর মধ্যে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। রাজনীতির কারবারিদের মতে, এখানেও ভোটের অঙ্ককে খেয়াল রেখেছে বিজেপি৷
advertisement
advertisement
advertisement
গত শনিবার হুব্বালির জনসভায় কর্ণাটকের সার্বভৌমত্বকে রক্ষা করা নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি৷ ৭.এদিন সেই রেশ টেনেই মোদির প্রতিক্রিয়া, ‘‘গতকাল, তারা (গান্ধী) বলেছিল যে তারা কর্ণাটকের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এর অর্থ হল তারা প্রকাশ্যে ভারত থেকে কর্ণাটককে আলাদা করার পক্ষে কথা বলছে৷’’
advertisement
advertisement
advertisement