Sonia Gandhi | BJP: কর্ণাটক নির্বাচনের আগে সনিয়া গান্ধির বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির, মোদির মন্তব্যের পরেই পদক্ষেপ

Last Updated:

আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন৷ তার আগে গতকাল, শেষ রবিবারের প্রচার সেরেছেন নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছিল গান্ধি পরিবারের কথা৷

নয়াদিল্লি: সনিয়া গান্ধির মন্তব্য নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনে নালিশ ঠুকল বিজেপি৷ কর্ণাটক নির্বাচনের প্রচারে সনিয়া গান্ধির ‘সার্বভৌমত্ব বা অখণ্ডতা’ মন্তব্য নিয়ে গত রবিবারই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির এই নালিশ৷ নিজেদের আবেদনে কংগ্রেস এবং কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছে গেরুয়া শিবির৷
আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন৷ তার আগে গতকাল, শেষ রবিবারের প্রচার সেরেছেন নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছিল গান্ধি পরিবারের কথা৷
আরও পড়ুন:রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যে অমিত শাহ, চূড়ান্ত হল বঙ্গ সফরসূচি, আজ রাতেই কলকাতায়
রবিবার কর্ণাটকের শেষ নির্বাচনী বক্তৃতায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘গান্ধিরা রাজকীয় পরিবার৷ কিন্তু এই পরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে চলেছে৷’’
advertisement
advertisement
গত শনিবার হুব্বালির জনসভায় কর্ণাটকের সার্বভৌমত্বকে রক্ষা করা নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি৷ এদিন সেই রেশ টেনেই মোদির প্রতিক্রিয়া, ‘‘গতকাল, তারা (গান্ধী) বলেছিল যে তারা কর্ণাটকের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এর অর্থ হল তারা প্রকাশ্যে ভারত থেকে কর্ণাটককে আলাদা করার পক্ষে কথা বলছে৷’’
advertisement
মোদির এই মন্তব্যের পরে আজ, সোমবারই সনিয়া গান্ধির মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি৷
আরও পড়ুন: জোড়াসাঁকোয় কড়া মন্তব্য রাজ্যপালের, বিকেলের স্পষ্ট উত্তর মমতার, ফের শুরু সংঘাত?
সূত্রের খবর, সনিয়া গান্ধির ওই দিনের বক্তৃতার পরে একটি ট্যুইটও করা হযেছিল কংগ্রেসের তরফে৷ সেই ট্য়ুইটের বিষয়টিও নিজেদের অভিযোগপত্রে উল্লেখ করেছে তারা৷ বিজেপির দাবি, কর্ণাটক নিয়ে এহেন মন্তব্য়ের অর্থ বিভাজনের রাজনীতি তৈরি করা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi | BJP: কর্ণাটক নির্বাচনের আগে সনিয়া গান্ধির বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির, মোদির মন্তব্যের পরেই পদক্ষেপ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement