Mamata Banerjee | C V Anand Bose: জোড়াসাঁকোয় কড়া মন্তব্য রাজ্যপালের, স্পষ্ট উত্তর মমতারও, ফের শুরু সংঘাত?

Last Updated:

মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে নিয়োগ সংক্রান্ত বিলটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে রাজভবনে। এর মধ্যেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য৷

কলকাতা: সপ্তাহের শুরুতেই রাজ্য-রাজ্যপাল সংঘাত৷ রাজ্যে সাংবিধানিক সঙ্কট হলে তিনি চুপ করে থাকবেন না৷ সোমবার সকালেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠান থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাঁর কথার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তবে, সমন্বয়ের সময় পেরিয়ে আবার ফের সংঘাত?
সোমবার জ‌োড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল৷ সেই অনুষ্ঠানেই শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটকের প্রসঙ্গ টেনে তাঁকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিছু কথা বলতে শোনা যায়৷ রাজ্যপাল বলেন, “রাজ্যে আইনগত বা সাংবিধানিক সঙ্কট তৈরি হলে এক জন রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো ‘টু বি অর নট টু বি’-র সংশয় নিয়ে বসে থাকবেন না। কারণ, শিক্ষা আমাদের এটাই শেখায়।”
advertisement
আরও পড়ুন: কংগ্রেস ও সিপিআইএম-কে ‘বিজেপির বি টিম’ বলে আক্রমণ! অধীরের বিরুদ্ধে একের পর এক তোপ অভিষেকের
রাজ্যপালের এই কথার প্রেক্ষিতেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, ‘‘আমি রাজ্যপালকে সম্মান করি৷ আচার্যের জন্য রেসপেক্ট৷ কিন্তু কাজটা করে উচ্চ শিক্ষা দফতর৷ প্রত্যেকটা যদি উনি বলেন, ৭ দিনের মধ্যে কাজ করতে হবে৷ তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে কাজ করবে৷’’
advertisement
advertisement
এরপরেই মমতা চিন্তিত মন্তব্য, ‘‘রাজ্যপালকে কেউ হয়তো ভুল বোঝাচ্ছে৷’’ তবে পাল্টা কড়া কথা শোনাতেও ছাড়েননি মমতা৷ নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘চুপচাপ বসে থাকবেন না তো কী করবে, সবার চাকরি খাবে? আমরা রাজ্যপালকে সম্মান দিই৷ সেই জন্য চেয়ার রাখা আমরা হস্তক্ষেপ করি না৷ এখন ৪২টা বিশ্ববিদ্যালয় হয়েছে৷ এই নিয়ম যখন তৈরি হয়েছে তখন হাতে গোনা বিশ্ববিদ্যালয় ছিল৷ উপাচার্যরা পরীক্ষা নেবে, ছাত্রছাত্রীদের দেখবে নাকি রাজ্যপালকে গিয়ে হিসেব দেবে৷ আমরা বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করি না৷ বিশ্ববিদ্যালয় স্বাধীন ভাবে চলার পক্ষে৷’’
advertisement
এ রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্বগ্রহণের পর থেকে প্রাথমিক ভাবে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে সমন্বয়ের ছবিটাই ধরা পড়েছিল৷ তবে পরে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে শুরু হয় সংঘাত৷
আরও পড়ুন: তেইশেই লক্ষ্য ছাব্বিশ! ৪২-এ ৪০ এর পরে ফের টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
গত জানুয়ারি মাসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের মধ্যে বৈঠকও হয়৷ সেই বৈঠকের শেষে দুপক্ষের তরফে সমন্বয়ের বার্তা দেওয়া হলেও সমস্যার সমাধান যে হয়নি, তা স্পষ্ট হয় কিছুদিন পরেই৷
advertisement
কিছু দিন পরেই রাজভবনের তরফ থেকে চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়গুলির গতিবিধি এবং আর্থিক লেনদেনের হিসাব চাওয়া হয়। যা নিয়ে প্রকাশ্যেই নিজের ক্ষোভের কথা জানান শিক্ষামন্ত্রী৷
এ ছাড়া, মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে নিয়োগ সংক্রান্ত বিলটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে রাজভবনে। এর মধ্যেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | C V Anand Bose: জোড়াসাঁকোয় কড়া মন্তব্য রাজ্যপালের, স্পষ্ট উত্তর মমতারও, ফের শুরু সংঘাত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement