Abhishek Banerjee | Murshidabad: কংগ্রেস ও সিপিআইএম-কে ‘বিজেপির বি টিম’ বলে আক্রমণ! অধীরের বিরুদ্ধে একের পর এক তোপ অভিষেকের

Last Updated:

শনিবারেও রানিনগরের জনসভা থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে কড়া আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আরও এক ধাপ এগিয়ে অধীর চৌধুরীকে কড়া আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, কংগ্রেস-সিপিএম কে বিজেপির বি টিম বলে তোপ দাগেন অভিষেক৷ ফের সেটিং তত্ত্ব নিয়ে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

মুর্শিদাবাদ: এক সময়ের কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল নবাবদের মুর্শিদাবাদ৷ আর সেই দুর্গ গড়ে উঠেছিল দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে ঘিরে৷ কালের অমোঘ নিয়মে সেই দুর্গেও এখন ফাটল ধরেছে৷ তারপরেও সাগরদিঘি উপ নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে অধীরের বাইরন বিশ্বাস৷ যে ঘটনায় অস্বস্তিতে জেরবার হয়েছে তৃণমূল৷ সেই মুর্শিদাবাদে দাঁড়িয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম নিশানা ছিলেন সেই অধীরই৷ হরিহরপাড়ার মঞ্চে দাঁড়িয়ে সরাসরি কংগ্রেস ও সিপিআইএম-কে বিজেপির বি টিম বলে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার মুর্শিদাবাদে নব জোয়ার কর্মসূচির তৃতীয় দিনে হরিহরপাড়ার দাঁতনপুরে জনসমাবেশ করেন তিনি। সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, ‘‘কংগ্রেসের অধীর চৌধুরী কোনও দিন বিজেপিকে আক্রমণ করেন না, তিনি আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সিপিআইএম-এর কাউকে কোনওদিন তৃণমূল ছাড়া অন্য কাউকে আক্রমণ করতে শুনবেন না। আবার বিজেপির অমিত শাহও আক্রমণ করেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসলে বিজেপির বি টিম ই হচ্ছে কংগ্রেস ও সিপিআইএম।’’
advertisement
আরও পড়ুন: তেইশেই লক্ষ্য ছাব্বিশ! ৪২-এ ৪০ এর পরে ফের টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
তিনি বলেন, “আমাদের যতই ধমকাক,চমকাক তৃণমূল কংগ্রেস এদের বশ্যতা স্বীকার করবে না। এটাও আপনাদের বলে যাচ্ছি, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। এতদিন কংগ্রেসের সাংসদ রয়েছেন অধীর চৌধুরী। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে মুর্শিদাবাদের টাকা বন্ধ কেন? আমাকে যদি দেখাতে পারেন অধীর চৌধুরী এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বা কেন্দ্রের কারোর সঙ্গে বৈঠক করেছেন আমি তাহলে মুর্শিদাবাদে পা রাখব না।”
advertisement
advertisement
প্রসঙ্গত, শনিবারেও রানিনগরের জনসভা থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে কড়া আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আরও এক ধাপ এগিয়ে অধীর চৌধুরীকে কড়া আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, কংগ্রেস-সিপিএম কে বিজেপির বি টিম বলে তোপ দাগেন অভিষেক৷ ফের সেটিং তত্ত্ব নিয়ে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
মুর্শিদাবাদ জেলার জন সংযোগ যাত্রার তৃতীয় দিনেও ব্যাপক সাড়া ফেলে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি। রবিবার প্রথমে ভগবানগোলা থেকে জিয়াগঞ্জে এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা সেরে বহরমপুরের উপর দিয়ে রেনিজগরের উদ্দেশে এগিয়ে যায় নব জোয়ার যাত্রা।
advertisement
আরও পড়ুন: কখনও গাড়ির ছাদে উঠলেন, কখনও পা রাখলেন ফুটবলে, অভিষেকের যাত্রায় ইটাহারের ভিড় ছাপিয়ে গেল নওদায়!
অভিষেকের নব জোয়ার কর্মসূচি বহরমপুরে এসে পৌঁছতেই সংবর্ধনা জানান, বহরমপুর পুরসভার পুরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়। এরপর রেজিনগরে রোড শো করে বেলডাঙার দিকে এগিয়ে যায় নব জোয়ার যাত্রা। বেলডাঙা স্টেডিয়াম ময়দানে অন্য মেজাজে ফুটবল খেলতে দেখা যায় অভিষেককে। সেখানে প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি।
advertisement
এরপর সেখান থেকে নওদায় রোড শো করে হরিহরপাড়ায় এসে পৌঁছন। হরিহরপাড়ার দাঁতনপুর কিষান মান্ডিতে জনসমাবেশ করেন। এরপর সেখান থেকে চলে যান বহরমপুর। বহরমপুর স্টেডিয়ামেই রাত্রিবাস করবেন অভিষেক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee | Murshidabad: কংগ্রেস ও সিপিআইএম-কে ‘বিজেপির বি টিম’ বলে আক্রমণ! অধীরের বিরুদ্ধে একের পর এক তোপ অভিষেকের
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement