Abhishek Banerjee | Murshidabad: তেইশেই লক্ষ্য ছাব্বিশ! ৪২-এ ৪০ এর পরে ফের টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

Last Updated:

প্রসঙ্গত, সম্প্রতি সাগরদিঘির উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস হারিয়েছে সাগরদিঘির আসন। ওই আসনে জয়ী হয়েছে কংগ্রেস। যদিও রানিনগরে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরন বিশ্বাসকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

মুর্শিদাবাদ: ভগবানগোলার অধিবেশন কর্মসূচি থেকে লোকসভার টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দলীয় সমর্থকদের স্পষ্ট বার্তা দিয়েছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে ৪২টা আসনের মধ্যে ৪০টাই পেতে হবে তৃণমূলকে৷ প্রসঙ্গত, ১ বৈশাখের আগে পশ্চিমবঙ্গে এসে সিউড়ির জনসভা থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সমর্থকদের ৩৫ টি আসন জয়ের টার্গেট দিয়ে গিয়েছিলেন অমিত শাহ৷
কিন্তু, এবার শুধু লোকসভা নির্বাচনেরই নয়, ছাব্বিশের বিধানসভায নির্বাচনেরও টার্গেট বেঁধে দিলেন অভিষেক৷ হরিহরপাড়া জনসভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, পরের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ২২ টি আসনের মধ্যে ২২ টি-ই পেতে হবে তৃণমূলকে৷ এদিন হরিহরপাড়া জনসভায় বক্তৃতা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় এনআরসি হয়েছে? হয়নি। মুর্শিদাবাদে আগামী দিনে ২২ কে ২২ হবে। ২০২১ এ মুর্শিদাবাদ এ রেকর্ড ফল হয়েছে। ২২ এ ২০ হয়েছে। এত ভাল ফল মুর্শিদাবাদে হয়নি।”
advertisement
আরও পড়ুন: পরনে শাড়ি, হাতে কুকুর ছানা! ট্রেডমিলে হাঁটছেন… উনি কে? তোলপাড় সোশ্যাল মিডিয়া
প্রসঙ্গত, সম্প্রতি সাগরদিঘির উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস হারিয়েছে সাগরদিঘির আসন। ওই আসনে জয়ী হয়েছে কংগ্রেস। যদিও রানিনগরে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরন বিশ্বাসকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিধানসভায় কথা বলার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এক অর্থে উন্নয়ন নিয়ে কোনও রাজনীতি রাজ্য প্রশাসন করবে না, সেই বার্তাই তিনি দিতে চেয়েছেন বলে রাজনীতির কারবারিদের অভিমত।
advertisement
advertisement
তবে এদিন হরিহরপাড়া জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “আমাদের যতই ধমকাক,চমকাক তৃণমূল কংগ্রেস এদের বশ্যতা স্বীকার করবে না। এটাও আপনাদের বলে যাচ্ছি, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। এতদিন কংগ্রেসের সাংসদ রয়েছেন অধীর চৌধুরী। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে মুর্শিদাবাদের টাকা বন্ধ কেন? আমাকে যদি দেখাতে পারেন অধীর চৌধুরী এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বা কেন্দ্রের কারোর সঙ্গে বৈঠক করেছেন আমি তাহলে মুর্শিদাবাদে পা রাখব না।”
advertisement
আরও পড়ুন: কখনও গাড়ির ছাদে উঠলেন, কখনও পা রাখলেন ফুটবলে, অভিষেকের যাত্রায় ইটাহারের ভিড় ছাপিয়ে গেল নওদায়!
প্রসঙ্গত, শনিবারেও রানিনগরের জনসভা থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে কড়া আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আরও এক ধাপ এগিয়ে অধীর চৌধুরীকে কড়া আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, কংগ্রেস-সিপিএম কে বিজেপির বি টিম বলে তোপ দাগেন অভিষেক৷ ফের সেটিং তত্ত্ব নিয়ে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee | Murshidabad: তেইশেই লক্ষ্য ছাব্বিশ! ৪২-এ ৪০ এর পরে ফের টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement