Mamamta Banerjee | treadmill: পরনে শাড়ি, হাতে কুকুর ছানা! ট্রেডমিলে হাঁটছেন... উনি কে? তোলপাড় সোশ্যাল মিডিয়া

Last Updated:

মুখ্যমন্ত্রী যে শরীরচর্চার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন, তা কদিন আগেই তাঁর কথাতে ফের বোঝা গিয়েছিল৷ মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর যৌথ সভায় মমতা জানিয়েছিলেন, অভিষেক এখন সকালে হাঁটতে পারছেন না বলে, মঞ্চে হেঁটে হেঁটেই বক্তৃতা করছেন, কোনও চেয়ার রাখছেন না৷

কলকাতা: পরনে শাড়ি৷ হাতে ছোট্ট লোমশ কুকুরছানা৷ আর তা নিয়েই ট্রেডমিলে হাঁটছেন৷ ভিডিওটি আর কারও নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কুকুরছানা হাতে ট্রেডমিলে হাঁটার সেই রিল শেয়ার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর অফিশিয়াল সোশ্যাল মিল হ্যান্ডেলে৷ শেষ আপডেট অনুযায়ী, প্রায় ২০ হাজার মানুষ দেখেছেন মুখ্যমন্ত্রীর এই রিলটি৷
ভিডিও ক্যাপশনটিও কিন্তু বেশ মজার৷ তাতে লেখা রয়েছে,‘‘Somedays you need some extra motivation!’’ অর্থাৎ, ‘কিছু কিছু দিন কোনও কোনও দিন আপনার বাড়তি অনুপ্রেরণার দরকার হয়’। সঙ্গে একটা কুকুরছানার ইমোজি৷
advertisement
advertisement
শাড়ি পরে সচরাচর কাউকে ট্রেডমিলে হাঁটতে দেখা যায় না৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নিজের ফিটনেস সম্পর্কে সচেতন৷ তাঁর ঘনিষ্ঠরাই বলেন, পাহাড় হোক কী সমতল, তাঁর সঙ্গে হাঁটায় কেউ পেরে ওঠে না৷
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গেলেও আমরা দেখতে পাই, তিনি সকাল সকাল পাহাড়ি রাস্তায় মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছেন৷ সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষী থেকে শুরু করে মন্ত্রীসান্ত্রীরা৷ তিনি যে নিয়মিত ট্রেডমিলে হাঁটেন, সে কথাও বহু বার নিজ মুখেই জানিয়েছেন মমতা। তাঁর হাতে মাঝেমধ্যেই দেখা যায় ফিটনেস ব্যান্ড৷ এবার রবিবার মুখ্যমন্ত্রীর শরীরচর্চার ভিডিও এই প্রথম প্রকাশ্যে এল।
advertisement
আরও পড়ুন: কখনও গাড়ির ছাদে উঠলেন, কখনও পা রাখলেন ফুটবলে, অভিষেকের যাত্রায় ইটাহারের ভিড় ছাপিয়ে গেল নওদায়!
মুখ্যমন্ত্রী যে শরীরচর্চার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন, তা কদিন আগেই তাঁর কথাতে ফের বোঝা গিয়েছিল৷ মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর যৌথ সভায় মমতা জানিয়েছিলেন, অভিষেক এখন সকালে হাঁটতে পারছেন না বলে, মঞ্চে হেঁটে হেঁটেই বক্তৃতা করছেন, কোনও চেয়ার রাখছেন না৷
advertisement
মালদহে এক বার প্রশাসনিক বৈঠকে সেই সময় পুরাতন মালদহের আইসির ভুঁড়ি দেখে ধমক দিতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। কাজের ফাঁকে তাঁকে শরীরচর্চা করার পরামর্শ দিয়েছিলেন তিনি। অতীতে মমতা বলেছিলেন, ‘‘সুস্থতাই আপনার বয়স। যতক্ষণ সুস্থ থাকবেন, হাঁটবেন।’’
ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম, সব সোশ্যাল মিডিয়াতেই সক্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ট্যুইটার এবং ফেসবুকেই তাঁর কর্মসূচি থেকে শুরু করে ছবি বেশি পোস্ট হতে দেখা যায়৷ এবার এই ভিডিওযটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে তাঁর অফিশিয়াল হ্যান্ডেলে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamamta Banerjee | treadmill: পরনে শাড়ি, হাতে কুকুর ছানা! ট্রেডমিলে হাঁটছেন... উনি কে? তোলপাড় সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement