মুখ্যমন্ত্রী বলেছেন অন্ডাল বিমানবন্দরকে বিশ্বমানের গড়ে তোলা হবে। যদিও এই কথা মুখ্যমন্ত্রী আগেও বলেছেন। তবে সেই কথা আরও একবার উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে সময় অন্ডাল বিমানবন্দরে উড়ানের সংখ্যা বাড়ছে, বাড়ছে যাত্রীদের আনাগোনা, সেই সময় মুখ্যমন্ত্রীর ঘোষণা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলার মানুষকে আরও বেশি অক্সিজেন দিয়েছে।
আরও পড়ুনঃ রাঢ়বঙ্গের বনখেজুর ফিরিয়ে দিচ্ছে ফেলে আসা শৈশব
advertisement
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে প্রাণ হারান বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাত। কলকাতায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে এদিন। গায়ককে শ্রদ্ধা জানাতেই মুখ্যমন্ত্রী তড়িঘড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য, রবিবার কলকাতা থেকে জেলা সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত্রিবাস করেন দুর্গাপুরের সার্কিট হাউসে। সোমবার সেখান থেকে রওনা দেন পুরুলিয়ার উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ নানান নৃত্যের আঙ্গিকে দুর্গাপুরে আয়োজিত মৈত্রী উৎসব
পুরুলিয়ায় দুদিন কর্মসূচি সেরে, এদিন তার বাঁকুড়ায় কর্মসূচি ছিল। কিন্তু সেই কর্মসূচিতে কাটছাঁট করে জরুরি ভিত্তিতে কলকাতা ফিরেছেন তিনি। সেজন্যই জরুরিভিত্তিতে অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি কলকাতার উদ্দেশ্যে উড়ে যান।
Nayan Ghosh