প্রোডাকশন নৈপুণ্যতার জন্য এই পুরস্কার পেয়েছে সংস্থাটি। তাছাড়াও এবছর রেল ইঞ্জিন তৈরির ক্ষেত্রে অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তারই প্রতিদান স্বরূপ এই পুরস্কার পেয়েছে ভারতীয় রেলের অধীনস্থ ঐতিহ্যবাহী এই সংস্থাটি। স্বাভাবিকভাবেই এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত সংস্থার আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, কর্মী সকলেই।
আরও পড়ুন- একসঙ্গে তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র! কী কী সুবিধা মিলবে, জানেন?
advertisement
জানা গিয়েছে, ২০২১ - ২২ অর্থবর্ষে উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সাফল্যের জন্য বেস্ট প্রোডাকশন ইউনিক শিল্ড ২০২২ সম্মান পেয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। জাতীয় রেলওয়ে সপ্তাহ পালন অনুষ্ঠানে, চিত্তরঞ্জন রেল কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- দারুণ খবর! সবুজায়নের লক্ষ্যে দুর্গাপুরে গড়ে উঠবে নগরবন!
উল্লেখ্য, চলতি বছরের জাতীয় রেলওয়ে সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করেছিল ইস্ট কোস্ট রেলওয়ে। ইস্ট কোস্ট রেলওয়ের ব্যবস্থাপনায় ওড়িশার ভুবনেশ্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন রেলমন্ত্রী সহ রেলের শীর্ষ কর্তারা। সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেস্ট প্রোডাকশন ইউনিট শিল্ড তুলে দিয়েছেন সিএলডব্লিউ-এর জেনারেল ম্যানেজারের হাতে।
তবে শুধুমাত্র চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস নয়, দেশের অপর আরেকটি রেল কারখানাও এই পুরস্কার পেয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। দুই সংস্থার দুই জেনারেল ম্যানেজার এই পুরস্কার পেয়েছেন রেলমন্ত্রীর হাত থেকে। এই পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপের সঙ্গে সংস্থার দুই শীর্ষ আধিকারিকও মঞ্চে হাজির হয়েছিলেন। আর যাদব এবং টি কে সাই এই পুরস্কার গ্রহণে মঞ্চে হাজির হয়েছিলেন।
পুরস্কার গ্রহণের পর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার সংস্থার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সংস্থার নিচুতলা থেকে উপরতলা, সমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই সাফল্য এসেছে।
প্রসঙ্গত, শুধুমাত্র উৎপাদন ক্ষেত্রে নৈপুন্যতা নয়, উৎপাদনের মাত্রার ক্ষেত্রেও রেকর্ড গড়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। গত অর্থ বর্ষে রেকর্ড পরিমাণ লাভ করেছে সংস্থাটি। তার মধ্যে এই পুরস্কার সংস্থার কর্মীদের মনোবল যে আরও বাড়িয়ে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। এদিন সংস্থার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ সংস্থার কর্মীদের দক্ষতা এবং কাজের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই দিনটি সিএলডব্লিউ পরিবারের সদস্যদের কাছে অত্যন্ত আনন্দের।
Nayan Ghosh