TRENDING:

Paschim Bardhaman News: পানাগড় রেল পুকুরে ছট পুজোয় ব্যাপক ভিড়, নতুন ঘাটে সমাগম বহু মানুষের

Last Updated:

প্রতিবছরের মত এ বছরও পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুরে মহা ধুমধামে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন সকালে সূর্য উদয়ের সময় সূর্যদেবকে স্মরণ করে পুজো দেন ভক্তরা। কয়েক হাজার ভক্ত এদিন স্টেশন সংলগ্ন জলাশয়ে পুজো দিতে ভিড় জমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাগড় : প্রতিবছরের মত এ বছরও পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুরে মহা ধুমধামে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন সকালে সূর্য উদয়ের সময় সূর্যদেবকে স্মরণ করে পুজো দেন ভক্তরা। কয়েক হাজার ভক্ত এদিন স্টেশন সংলগ্ন জলাশয়ে পুজো দিতে ভিড় জমান। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তার গোটা জলাশয়ে কাঁকসা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা কড়া নজরদারি রেখেছিলেন। কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও সেখান উপস্থিত ছিলেন পানাগড় আরপিএফ পোস্ট - এর ওসি।
advertisement

স্থানীয়রা জানিয়েছেন, দু'বছর করোনার জন্য তেমনভাবে পুজো করা সম্ভব হয়নি। তাই এবছর মহা ধুমধামে পুজো করার পাশাপাশি, বিপুল সংখ্যায় মানুষ পুজো দিতে ভিড় জমিয়েছিলেন। সূর্য উদয়ের সঙ্গে শুরু হয় পূজা-অর্চনা। এদিন সকালের পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সম্পন্ন হয়েছে এ বছরের ছট পুজো। প্রসঙ্গত, চলতি বছরে ছট পুজোর আগে পানাগড়ে আরও একটি নতুন ছট ঘাট চালু করা হয়েছে। পানাগড় রেল পুকুর ছটঘাটে প্রচুর সংখ্যায় মানুষের ভিড় হয়।

advertisement

আরও পড়ুনঃ উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে আসানসোলে সম্পন্ন ছট পুজো

সেখানে ভিড় কিছুটা নিয়ন্ত্রণ করতেই পানাগড় চার নম্বর রেলগেট সংলগ্ন একটি জলাশয় নতুন ছট ঘাট তৈরি করা হয়েছে। ছট পুজো কমিটির সদস্যরা সেই ঘাট কয়েকদিন আগে থেকে পরিষ্কার করেছিলেন। সেখানেও স্থানীয় বেশ কয়েকটি পরিবার ভিড় জমিয়েছিলেন ছট পুজো পালনের জন্য। যদিও নতুন ঘাট করা হলেও, রেল পুকুরে অতিমাত্রায় জনসমাগম হয়েছিল কাকভোর থেকেই। ফলে ওই জায়গায় সকাল থেকে কিছুটা যানজট দেখা যায়। যদিও প্রশাসনের তৎপরতায় যানজট বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা হয়নি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: পানাগড় রেল পুকুরে ছট পুজোয় ব্যাপক ভিড়, নতুন ঘাটে সমাগম বহু মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল