স্থানীয়রা জানিয়েছেন, দু'বছর করোনার জন্য তেমনভাবে পুজো করা সম্ভব হয়নি। তাই এবছর মহা ধুমধামে পুজো করার পাশাপাশি, বিপুল সংখ্যায় মানুষ পুজো দিতে ভিড় জমিয়েছিলেন। সূর্য উদয়ের সঙ্গে শুরু হয় পূজা-অর্চনা। এদিন সকালের পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সম্পন্ন হয়েছে এ বছরের ছট পুজো। প্রসঙ্গত, চলতি বছরে ছট পুজোর আগে পানাগড়ে আরও একটি নতুন ছট ঘাট চালু করা হয়েছে। পানাগড় রেল পুকুর ছটঘাটে প্রচুর সংখ্যায় মানুষের ভিড় হয়।
advertisement
আরও পড়ুনঃ উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে আসানসোলে সম্পন্ন ছট পুজো
সেখানে ভিড় কিছুটা নিয়ন্ত্রণ করতেই পানাগড় চার নম্বর রেলগেট সংলগ্ন একটি জলাশয় নতুন ছট ঘাট তৈরি করা হয়েছে। ছট পুজো কমিটির সদস্যরা সেই ঘাট কয়েকদিন আগে থেকে পরিষ্কার করেছিলেন। সেখানেও স্থানীয় বেশ কয়েকটি পরিবার ভিড় জমিয়েছিলেন ছট পুজো পালনের জন্য। যদিও নতুন ঘাট করা হলেও, রেল পুকুরে অতিমাত্রায় জনসমাগম হয়েছিল কাকভোর থেকেই। ফলে ওই জায়গায় সকাল থেকে কিছুটা যানজট দেখা যায়। যদিও প্রশাসনের তৎপরতায় যানজট বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা হয়নি।
Nayan Ghosh