Paschim Bardhaman News: উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে আসানসোলে সম্পন্ন ছট পুজো

Last Updated:

উদয়ীমান সূর্যের বন্দনার মাধ্যমে সম্পন্ন হল আস্থার ছট পুজো। এদিন সকালে পুনরায় নদীঘাট ও জলাশয় গুলিতে ছট ব্রতীরা এসে উদয়ীমান সূর্যের বন্দনা করেন। পরিবারের মঙ্গল কামনা করেন। আর এই উপাচারের মাধ্যমে এদিন ছট পুজো সম্পন্ন হল।

+
title=

#আসানসোল : উদয়ীমান সূর্যের বন্দনার মাধ্যমে সম্পন্ন হল আস্থার ছট পুজো। এদিন সকালে পুনরায় নদীঘাট ও জলাশয় গুলিতে ছট ব্রতীরা এসে উদয়ীমান সূর্যের বন্দনা করেন। পরিবারের মঙ্গল কামনা করেন। আর এই উপাচারের মাধ্যমে এদিন ছট পুজো সম্পন্ন হল। আর সেই ছবি দেখা গেল আসানসোলের বিভিন্ন নদী ও জলাশয়ের ছট ঘাটগুলিতে। ছট পুজোর শেষ দিন উপলক্ষ্যে এদিন ছট ঘাটগুলিতে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। পুজোর শেষ দিনে কাকভোর থেকে বরাকর নদী ঘাট, মাইথন থার্ডডায়ক নদী ঘাট সহ বিভিন্ন ছট ঘাটগুলিতে পুন‍্যার্থীরদের ঢল দেখা গিয়েছে।
পুজো উপলক্ষ্যে কোথাও অনুষ্ঠিত হয় ভক্তিবন্দনা সংগীত অনুষ্ঠান। সঙ্গে আলোক সজ্জাও দেখা গিয়েছে ছট ঘাটগুলিতে। প্রসঙ্গত, দীপাবলীর পর থেকে হিন্দিভাষী অবাঙালি মানুষজন মেতে উঠেছিলেন ছট পুজোর আনন্দে। চার দিনের জন্য ছট পুজো অনুষ্ঠিত হয়। তার মধ্যে প্রথম দুদিন বাড়িতেই নানান উপাচারের মাধ্যমে অনুষ্ঠিত হয় ছট পুজো। পুজোর তৃতীয় দিনে বিকেলে শোভাযাত্রা করে ব্রত পালনকারী এবং তাদের আত্মীয় পরিজনরা বিভিন্ন জলাশয়ের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে প্রণাম করেন। তার বন্দনা করেন।
advertisement
আরও পড়ুনঃ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেসের
পুজোর চতুর্থ দিন সকালে উদীয়মান সূর্যকে নমস্কার করে সম্পন্ন হয় ছট পুজো। তবে বিগত দুবছর মহামারির জন্য সেই ভাবে ছট পুজোর ঘাট গুলিতে জন সমাগম হয়নি। তবে এবছর পুজো পালনের জন্য ঘাটে গিয়ে হাজির হয়েছিলেন বহু মানুষ। অন্যদিকে ব্রত পালনকারীরা ছাড়াও বহু দর্শনার্থীরাও ঘাটগুলিত হাজির হয়েছিলেন। ফলে ব্যাপক ভিড় দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন জলাশয় এবং নদীর আশপাশে অবস্থিত ছট ঘাটগুলিতে। যে কারণে প্রশাসনিক হলেও চূড়ান্ত তৎপরতা ছিল। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে আসানসোলে সম্পন্ন ছট পুজো
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement